গুয়াতেমালায় উদ্ধার মায়া সভ্যতার চিহ্ন
মায়া সভ্যতার মায়া সভ্যতার আরও একটি নিদর্শন মিলল পশ্চিম গুয়াতেমালায়। খনন কার্য চালানোর সময় সেখানে মায়াসভ্যতার এক প্রাচীন রাজার সমাধির খোঁজ পান প্রত্নতাত্ত্বিকরা। বৃহস্পতিবার গুয়েতামালা শহরে এক সাংবাদিক বৈঠকে একথা জানান প্রত্নতাত্বিক ক্রিস্টা স্কাইবার। তিনি জানান, গবেষকরা যে সমাধিস্থলের খোঁজ পেয়েছেন, সেটি রাজা কুটজ চামানের।
মায়া সভ্যতার মায়া সভ্যতার আরও একটি নিদর্শন মিলল পশ্চিম গুয়াতেমালায়। খনন কার্য চালানোর সময় সেখানে মায়াসভ্যতার এক প্রাচীন রাজার সমাধির খোঁজ পান প্রত্নতাত্ত্বিকরা। বৃহস্পতিবার গুয়েতামালা শহরে এক সাংবাদিক বৈঠকে একথা জানান প্রত্নতাত্বিক ক্রিস্টা স্কাইবার। তিনি জানান, গবেষকরা যে সমাধিস্থলের খোঁজ পেয়েছেন, সেটি রাজা কুটজ চামানের।
রাজা কুটজ চামান আদতে পুরোহিত ছিলেন। স্কাইবারের দাবি, খ্রীষ্টপূর্ব ৭০০ বছর আগে কুটজ চামানের শাসনকালেই মায়া সভ্যতা তার শীর্ষে পৌছেছিল। খ্রীষ্টপূর্ব ৪০০ বছর আগে হারিয়ে যেতে শুরু করে ওলেক সাম্রাজ্য। আর সেই সময় থেকেই অভ্যুত্থান মায়া সাম্রাজ্যের। সমাধির ভেতরে বহু গয়না পাওয়া গিয়েছে। গবেষকদের অনুমান, খ্রীষ্টপূর্ব ৭৭০ থেকে ৫১০ মধ্যে সমাধিস্থ করা হয় রাজা কুটজকে।