নিজস্ব প্রতিবেদন: ইতিহাস তৈরি করলেন এই ভারতীয় কন্যা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি পদে বসলেন এই ভারতীয় ছাত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি রশ্মি সামন্ত (Rashmi Samant)। এখন লিনাকর কলেজ (Linacre College) থেকে Energy Systems নিয়ে স্নাতকোত্তর পড়ছেন। Oxford University Student Union-এর president নির্বাচিত হয়ে নারীর ক্ষমতায়নের যেন এক নতুন দিগন্ত খুলে দিলেন তিনি। এই প্রথম কোনও ভারতীয় ছাত্রী এই পদে নির্বাচিত হলেন। কর্নাটকের মণিপাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক রশ্মি।


আরও পড়ুন: তীব্র সমালোচিত ট্রাম্প অভিযোগ থেকে পেলেন মুক্তিও


বিভিন্ন বিষয় নিয়ে ভাবনাচিন্তা করছেন তিনি। রশ্মি বিশেষ করে জোর দিচ্ছেন পাঠ্যসূচি ও শিক্ষাঙ্গন থেকে ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলা (decolonisation) হোক। ঔপনিবেশিকতার সমর্থক যেসব ব্যক্তির মূর্তি বিশ্ববিদ্যালয় চত্বরে রয়েছে সেগুলির অপসারণ চান তিনি। চান সমকামী ও রূপান্তরকামীদের সম্পর্কে ভীতি মুছে ফেলা হোক। ব্রিটিশ উপনিবেশ ছিল, এমন একটি দেশের মানুষ হিসেবে আর্থ-সামাজিক ও জাতিগত ভাবে প্রান্তিকদের প্রতি বিশেষ নজর দিতে চান রশ্মি। কোভিড মোকাবিলায় সক্রিয়তার কথাও রয়েছে তাঁর ইস্তাহারে। রশ্মি চান জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে বিশ্বের কার্বন দূষণ রোধে সক্রিয় হতে।


ভূতপূর্ব এক ব্রিটিশ কলোনির এক BAME (black, Asian and minority ethnic) মহিলা হিসাবে তিনি প্রান্তিক মানুষের লড়াইকে অবশ্য সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন।


আরও পড়ুন: রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের পদের দৌড়ে ভারতীয় কন্যা অরোরা