Mega Comet: সৌরমণ্ডলে ঢুকে পড়েছে সাঙ্ঘাতিক এক ধূমকেতু! ধেয়ে আসবে নাকি পৃথিবীর দিকে?
উর্ট ক্লাউড থেকে আসা এটিই এখনও পর্যন্ত সর্ববৃহৎ ধূমকেতু বলে দাবি করছেন বিজ্ঞানীরা।
![Mega Comet: সৌরমণ্ডলে ঢুকে পড়েছে সাঙ্ঘাতিক এক ধূমকেতু! ধেয়ে আসবে নাকি পৃথিবীর দিকে? Mega Comet: সৌরমণ্ডলে ঢুকে পড়েছে সাঙ্ঘাতিক এক ধূমকেতু! ধেয়ে আসবে নাকি পৃথিবীর দিকে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/11/364576-comet.jpg)
নিজস্ব প্রতিবেদন: এখনও এটি ইউরেনাসের পিছনে। অনেক অনেক দূরে। তবুও, নজর করার মতো তথ্য হল, এটি ঢুকে পড়েছে আমাদের সৌরজগতে।
নাম তার বারনারডিনেলি বার্নস্টেইন। ব্যাস ১৩৭ কিলোমিটার। খোঁজ মিলেছিল ২০১৪ সালে। এর পরের কয়েক বছর ধরে নজর রাখা হয়েছে এর উপরে। সংগ্রহ করা হয়েছে তথ্য।
অবশ্য দেখতে গত বছরই এটি সৌরমণ্ডলে প্রবেশ করেছে। তবে এই মুহূর্তেই এটি সব চেয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বলে দাবি মহাকাশ বিজ্ঞানীদের। উর্ট ক্লাউড থেকে এসেছে এই ধূমকেতুটি। ধূমকেতুর চারপাশে বরফের বলয়।
বলা হচ্ছে এটিই সব চেয়ে বড় ধূমকেতু। ধূমকেতুটির খোঁজ পেয়েছিলেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের ছাত্র পেড্রো বারনারডিনেলি এবং জ্যোতির্বিজ্ঞানী গ্যারি বার্নস্টেইন।
এটি যত সূর্যের কাছে আসছে, তত এটি সক্রিয় হয়ে উঠছে। সূর্যের চারপাশে চক্কর দিতে এর ৫৫ লক্ষ বছর সময় লাগবে। মোটামুটি আগামী ২০ ধরে এটিকে নিয়ে গবেষণা করা যেতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু তার পরে? বা তার মাঝে? কোনও ভাবে কি এটি পৃথিবীর দিকেও ধেয়ে আসতে পারে? কী ঘটবে তখন?
প্যারিস অবজার্ভেটরি থেকে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছেন ইম্যানুয়েল লেলৌচের নেতৃত্বাধীন একটি টিম।
আরও পড়ুন: Life After Death: আত্মার অস্তিত্ব আছে? কী বলছেন বিজ্ঞানীরা?