দু'বছর পর উদ্ধার রহস্যজনক ভাবে নিখোঁজ পাক সাংবাদিক জিনাত শাহজাদি

Updated By: Oct 21, 2017, 01:02 PM IST
দু'বছর পর উদ্ধার রহস্যজনক ভাবে নিখোঁজ পাক সাংবাদিক জিনাত শাহজাদি
জিনাত শাহজাদি

সংবাদ সংস্থা : নিজের দেশে হারিয়ে যাওয়া ভারতীয়দের খুঁজে বের করে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন তিনি। আর সেই তিনিই হঠাত্ নিখোঁজ হয়ে গেলন বছর দুয়েক আগে। পাক নাগরিক জিনাত শাহজাদি পেশায় ফ্রিল্যান্স সাংবাদিক। নিজের লেখনির মাধ্যমে হারিয়ে যাওয়া মানুষদের কথা তুলে ধরাই ছিল তাঁর ব্রত। আর এরকম লিখতে লিখতেই হঠাত্ একদিন নিখোঁজ হয়ে যান পাক সাংবাদিক জিনাত শাহজাদি। অবশেষে, দু'বছর পর তাঁকে উদ্ধার করা গেল পাক-আফগান সীমান্ত থেকে।

আরও পড়ুন- গন্ধ শুকতে নারাজ, সিআইএ-র চাকরি থেকে ছাটাই লুলু'র

চরবৃত্তির অভিযোগে পাকিস্তানে গ্রেফতার হওয়া ভারতীয়দের মুক্ত করতে আওয়াজ তুলেছিলেন তিনি। সেই সঙ্গে সেখানে এসে হারিয়ে যাওয়া ভারতীয়দেরও খোঁজার কাজ করতেন। ২০১২ সালে পাকিস্তানে নিখোঁজ হওয়া ভারতীয় নাগরিক হামিদ আনসারির মামলায় পরিচিত হন জিনাত। মূলত, তাঁর চাপেই পাক প্রশাসন মানতে বাধ্য হয় যে হামিদ তাদের হেফাজতেই রয়েছে। ২০১৫ সালে গুপ্তচরবৃত্তির দায়ে হামিদকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। কার্যত সেই সময় থেকেই নিখোঁজ হয়ে যান জিনাত। দীর্ঘ খোঁজা খুঁজির পর তাঁকে গত বুধবার উদ্ধার করা হয় বালোচিস্তান প্রদেশ থেকে।

.