জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘদিন ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এবার সেই যুদ্ধে ইতি টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন নরেন্দ্র মোদী। এছাড়াও যুদ্ধ কবে শেষ হবে, সেই বিষয়টিকে প্রভাবিত করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, 'প্রধানমন্ত্রী মোদীর প্রভাবে ইউক্রেন যুদ্ধ থামতে পারে। যেকোনো সমস্যায় তাঁর এবং ভারতের গুরুত্ব এতটাই।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bangladesh: পরিবারের সায় নেই, ভিডিয়ো কলেই আত্মহত্যা যুগলের 


কীভাবে সেই কাজটা করা যায়, সেটাও নিজেই ব্যাখ্যা করে দেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, 'রাশিয়ার অর্থনীতিকে সাময়িক আটকে দিতে পারলে। এছাড়াও সস্তার শক্তি সম্পদ না কিনলে এবং রাশিয়ার প্রতিরক্ষা খাতকে অবরুদ্ধ করে দিলেই আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কমে যাবে মস্কোর।' যদিও এমন মন্তব্য নিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কোনরকমের মন্তব্য পাওয়া যায় নি। তবে ভারত বরাবরই আলোচনার মধ্যদিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে এসেছে। এইমত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী কী পদক্ষেপ নিতে পারেন সেই দিকে তাকিয়ে সকলেই। 


যদিও মোদীর ঘাড়ে বন্ধুক রাখার চেষ্টা জেলেনস্কির দাবি অনেকেরই। গত সপ্তাহেই কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় মোদী বলেন, 'রাশিয়া এবং ইউক্রেনের সমস্যা নিয়ে আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছি। আমরা বরাবরই এই অবস্থানে অনড় থেকেছি যে আলোচনার মাধ্যমেই সব সংঘাতের সমাধান করা যায়।'


আরও পড়ুন: Bangladesh: বাদ শেখ হাসিনা! পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ইউনূসদের জুলাই অভ্যুত্থান, শহিদের কাহিনিও...


মোদীর ঘাড়ে বন্ধুক রাখার চেষ্টা হলেও। কিছু মাস আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছিলেন যে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতে ইতি টানতে মস্কো এবং কিয়েভকেই আলোচনার টেবিলে বসতে হবে। যদিও শান্তি ফিরিয়ে আনতে যেকোনো পরামর্শ দিতেই প্রস্তুত ভারত। কিন্তু আলোচনার টেবিলে বসতে হবে রাশিয়া-ইউক্রেন দুই দেশকেই।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)