হোয়াইটহাউসে দু ঘণ্টা ধরে বৈঠক মোদী-ওবামার

সন্ত্রাসবাদ দমনে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে রাজি হল। হোয়াইটহাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের পর সন্ত্রাসবাদ দমনে জোর দেওয়া হল ("joint and concerted efforts")-র এলইটি, জেইএম, ডি কোম্পানি, আল কায়দা, হাক্কানি নেটওয়ার্কের মত সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার কথা বলা হল। হোয়াইট হাউসে দু ঘণ্টা ধরে ওবামার সঙ্গে বৈঠক করেন মোদী। সন্ত্রাসবাদ দমন ছাড়াও মঙ্গল গ্রহে অভিযানও দু দেশ একসঙ্গে করবে বলে জানানো হয়েছে।

Updated By: Oct 1, 2014, 09:50 AM IST
হোয়াইটহাউসে দু ঘণ্টা ধরে বৈঠক মোদী-ওবামার

ওয়েব ডেস্ক: সন্ত্রাসবাদ দমনে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে রাজি হল। হোয়াইটহাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের পর সন্ত্রাসবাদ দমনে জোর দেওয়া হল ("joint and concerted efforts")-র এলইটি, জেইএম, ডি কোম্পানি, আল কায়দা, হাক্কানি নেটওয়ার্কের মত সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার কথা বলা হল। হোয়াইট হাউসে দু ঘণ্টা ধরে ওবামার সঙ্গে বৈঠক করেন মোদী। সন্ত্রাসবাদ দমন ছাড়াও মঙ্গল গ্রহে অভিযানও দু দেশ একসঙ্গে করবে বলে জানানো হয়েছে।

 WTO-র হাত ধরে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী হলেও দেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা তাঁর সরকারের প্রাথমিকতা। মার্কিন প্রেসিডেন্টের পাশে বসে গতকাল একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, সামরিক ক্ষেত্রে মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলিকে বিনিয়োগের আহ্বান জানাতে ভোলেননি তিনি। আসামরিক পরমাণু চুক্তি নিয়ে নয়াদিল্লির আগ্রহে যে কোনও অংশেই ভাঁটা পড়েনি সেকথাও মার্কিন প্রেসিডেন্টকে শুনিয়ে এসেছেন মোদী।

.