এই বাঁদরের সেলফি নিয়ে দুনিয়া জুড়ে হইচই, ছবির কপিরাইট কার? শুরু বিতর্ক
ফটোগ্রাফার ডেভিড স্লটার ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন বন্যপ্রাণীদের ছবি তুলতে। সেখানে তিনি ছবি তুলতে এতই ব্যস্ত হয়ে পড়েন যে ভুলেই যান তাঁর আরও একটি ক্যামেরার কথা। ডেভিডের অন্যমনস্কতার সুযোগ নিয়ে এক সুন্দরী ম্যাকাক বাঁদর ক্যামেরাটি নিয়ে খেলতে শুরু করে। একগাদা ছবিও তোলে বাঁদরটি। তার বেশির ভাগ ঝাপসা হলেও নিজের ঝাঁ চকচকে সেলফি তুলতে ভুল করেনি বাঁদরটি। কিন্তু এই সেলফির কপি রাইট কার? ডেভিডের না বাঁদরটির? সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
![এই বাঁদরের সেলফি নিয়ে দুনিয়া জুড়ে হইচই, ছবির কপিরাইট কার? শুরু বিতর্ক এই বাঁদরের সেলফি নিয়ে দুনিয়া জুড়ে হইচই, ছবির কপিরাইট কার? শুরু বিতর্ক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/08/27789-selfie.jpg)
ওয়েব ডেসক: ফটোগ্রাফার ডেভিড স্লটার ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন বন্যপ্রাণীদের ছবি তুলতে। সেখানে তিনি ছবি তুলতে এতই ব্যস্ত হয়ে পড়েন যে ভুলেই যান তাঁর আরও একটি ক্যামেরার কথা। ডেভিডের অন্যমনস্কতার সুযোগ নিয়ে এক সুন্দরী ম্যাকাক বাঁদর ক্যামেরাটি নিয়ে খেলতে শুরু করে। একগাদা ছবিও তোলে বাঁদরটি। তার বেশির ভাগ ঝাপসা হলেও নিজের ঝাঁ চকচকে সেলফি তুলতে ভুল করেনি বাঁদরটি। কিন্তু এই সেলফির কপি রাইট কার? ডেভিডের না বাঁদরটির? সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
উইকিপিডিয়ার প্রকাশক উইকিমিডিয়া ফাউন্ডেশন তাদের ওয়েবসাইটে এই অভিনব সেলফি প্রকাশ করার পরেই ছবিটি নিয়ে হইচই পড়ে যায়। এখনও পর্যন্ত মানুষ ব্যাতীত অন্যকোনও প্রাণীর সেলফি এই প্রথম। ফলে স্বভাবতই এই নিয়ে উৎসাহ চরমে পৌঁছায়। কিন্তু উইকিমিডিয়ার উপর বেজায় চটেছেন ডেভিড। তাঁর দাবি এই ছবির কপিরাইট তাঁর। উইকিমিডিয়ার ওয়েবসাইট থেকে পৃথিবীর একমাত্র বাঁদরের সেলফি সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন তিনি।
কিন্তু ডেভিডের দাবি মানতে নারাজ উইকিমিডিয়া। তাদের বক্তব্য ছবিটি মোটেও তিনি তোলেননি। অতএব এই ছবির উপর তাঁর কোনও অধিকারই নেই।
কপিরাইট আইনে কোনও ছবির মালিকানা তাঁর উপর বর্তায় যিনি ক্যামেরার শাটার ক্লিক করেছেন। এক্ষেত্রে কিন্তু কাজটি করেছে ম্যাকাক বাঁদরটি স্বয়ং। অতএব সে যতদিন না এসে কপিরাইট দাবি করছে ততদিন সম্ভবত নিশ্চিন্তে থাকতে পারে উইকিমিডিয়া।