মনোনয়নপত্র জমা দিলেন সুকি
মনোনয়নপত্র জমা দিলেন আন সান সুকি। মায়ানমারে আসন্ন উপনির্বাচনে ইয়াংগনের কাওমু আসনে লড়ছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি প্রার্থী সুকি।
মনোনয়নপত্র জমা দিলেন আন সান সুকি। মায়ানমারে আসন্ন উপনির্বাচনে ইয়াংগনের কাওমু আসনে লড়ছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি প্রার্থী সুকি। ১ এপ্রিল মায়ানমারে ৪৮ আসনে উপনির্বাচন। দীর্ঘ দু`দশক গৃহবন্দী থাকার পর নির্বাচনে লড়ছেন এই নোবেলজয়ী সমাজকর্মী। এই নির্বাচনে পুরো ৪৮টি আসনে জিতলেও অবশ্য খুব বেশি ক্ষমতা আসবে না এনএলডি-র হাতে। কারণ মায়ানমারের সংসদের নিম্নকক্ষে সামরিক জুন্টা সরকারের আসন সংখ্যা ৪৪০। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সুকির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা মায়ানমারে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে শুভ ইঙ্গিত।