আমিরশাহির পর বাহারিন, মোদীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করলেন রাজা

মোদীকে 'অর্ডার অব জায়েদ' সম্মানে সম্মানিত করেছেন সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহান।

Updated By: Aug 25, 2019, 12:02 AM IST
আমিরশাহির পর বাহারিন, মোদীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করলেন রাজা

নিজস্ব প্রতিবেদন: সংযুক্ত আরব আমিরশাহির পর বাহারিন। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাহারিনে পা রেখেই সম্মানিত হলেন নরেন্দ্র মোদী। তাঁকে দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস পুরস্কারে সম্মান করলেন বাহারিনের রাজা।

সংযুক্ত আরব আমিরশাহি থেকে বাহারিনে গিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রীকে দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস সম্মানে সম্মানিত করলেন বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। 

প্রধানমন্ত্রী বলেন,'আমি অত্যন্ত সৌভাগ্যবান। সম্মানিত বোধ করছি। ১৩০ কোটি ভারতবাসীর হয়ে সম্মান গ্রহণ করছি। এটা ভারত-বাহারিনের সুনিবিড় বন্ধুত্বের প্রতীক।' 

এদিন ঘণ্টা কয়েক আগে নরেন্দ্র মোদীকে 'অর্ডার অব জায়েদ' সম্মানে সম্মানিত করেছেন সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহান। সে দেশের জনক শেখ জায়েদ বিন সুলতান আল নাহান। তাঁর জন্মবার্ষিকীতে মোদীকে সম্মানিত করল সংযুক্ত আরব আমিরশাহি। সংযুক্ত আরব আমিরশাহি সরকারকে ধন্যবাদ জানিয়েছ নরেন্দ্র মোদী টুইট করেছেন, 'অর্ডার অব জায়েদ' পুরস্কার পেলাম। এটা ব্যক্তিগত সম্মান নয়। ভারতীয় সংস্কৃতি ও আদর্শের জন্য এমন প্রাপ্তি। ১৩০ কোটি ভারতীয়কে উতসর্গ করছি।'   এদিন সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদের পর সংযুক্ত আরব আমিরশাহি ও বাহারিনকে পাশে চেয়েছিল পাকিস্তান। কিন্তু অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন দেশগুলির বৈঠকে ভারতকে সমর্থন দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। ভারতের পাশে দাঁড়ায় বাহারিনও। 

আরও পড়ুন- ভাষা আলাদা, স্বর এক, আমাজন অগ্নিকাণ্ডে নানা প্রান্তে বিক্ষোভের মুখে ব্রাজিল সরকার

.