ভারত মহাসাগরে টহল চিনের ৭ যুদ্ধজাহাজের, কড়া নজরগদারি ভারতীয় নৌসেনার
প্রতিটি চিনা যুদ্ধজাহাজের গতিবিধির উপর কড়া নজরদাড়ি চালাচ্ছে ভারতীয় নৌসেনা।
নিজস্ব প্রতিবেদন : লক্ষ্য শক্তি প্রদর্শন ও ভারত মহাসাগরে প্রভাব বিস্তার। সেই লক্ষ্যে ভারত মহাসাগর ও তার আশেপাশের অঞ্চলের জলে টহল দিচ্ছে ৭টি বিশালাকায় চিনা যুদ্ধজাহাজ। ভারতীয় নৌসেনার গুপ্তচর বিমানের ক্যামেরায় ধরা পড়েছে ভারত মহাসাগরে টহলরত জাহাজগুলির ছবি।
গুপ্তচর বিমানে থেকে তোলা চিনা যুদ্ধজাহাজের ছবি প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধবিমান বহনকারী Xian-32 যুদ্ধজাহাজ দক্ষিণ ভারত মহাসাগরে টহল দিচ্ছে। এর পর শ্রীলঙ্কার সমুদ্রের জলে প্রবেশ করে ওই জাহাজটি।
P-8I অ্যান্টি-সাবমেরিন ও সার্ভেলেন্স বিমানের ক্যামরায় ধরা পড়েছে চিনা নৌসেনার মোট সাতটি যুদ্ধবিমানের ছবি। প্রতিটি চিনা যুদ্ধজাহাজের গতিবিধির উপর কড়া নজরদাড়ি চালাচ্ছে ভারতীয় নৌসেনা।
Indian Navy’sP-8I spy planes successfully track Chinese amphibious warship Xian-32 in Southern Indian Ocean Region. Pics of Landing Paltrorm Dock Xian 32 clicked by P-8I surveillance aircraft in 1st half of Sept before it entered Sri Lankan waters.(Pic source:Indian Navy sources) pic.twitter.com/qn6h2F2gjo
— ANI (@ANI) September 16, 2019
আরও পড়ুন: সৌদি তেল শোধনাগারে হামলা, আন্তর্জাতিক বাজারে একলাফে বাড়ল তেলের দাম
কী কারণে ভারত মহাসাগরে টহল দিচ্ছে চিনা নৌসেনার যুদ্ধজাহাজ? বিশেষজ্ঞদের মতে ভারত মহাসাগরের এই অংশ দিয়েই চিনের বিপুল পরিমাণ বাণিজ্যিক পরিবহণ হয়। তাই এই অংশের সমুদ্রে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে চিন। ২০০৮ সাল থেকেই এই অংশে বেআইনি আমদানি-রপ্তানি বন্ধের উদ্দেশ্যে নজরদারি শুরু করে চিন।