নেপালে ভয়াবহ বন্যা, মৃত কমপক্ষে ১৫

নেপালে ভয়াবহ বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা। নেপাল সরকার সূত্রে খবর, সেতি নদীর বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

Updated By: May 6, 2012, 02:44 PM IST

নেপালে ভয়াবহ বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা। নেপাল সরকার সূত্রে খবর, সেতি নদীর বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। এছাড়া বহু মানুষ নিখোঁজ। নিখোঁজদের মধ্যে ২ জন রুশ পর্যটক রয়েছেন বলেও জানা গিয়েছে।
শনিবার দুপুরে অন্নপূর্ণা পর্বতে তুষার ধসের ফলে সেতি নদীর বন্যায় ভেসে যায় নদী সংলগ্ন কাসকি জেলার বিস্তীর্ণ অঞ্চলের জনবসতি। বন্যার তোড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে গোটা জেলা। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী। তবে বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, ঠিক মতো উদ্ধার কাজ চালানো যাচ্ছে না।
নেপালের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার পর্যন্ত ৫ জনকে উদ্ধার করা গিয়েছে। দেশের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই এদিন সকালেই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান। ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ সরবরাহের জন্য দেশের বিপর্যয় মোকাবিলা দফতরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

.