প্রধানমন্ত্রীর নেপাল সফর: মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রচন্ড
সিপিএন-এর মাওবাদী নেতা প্রচন্ডের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাঠমান্ডুতে এক বৈঠকের পর প্রচন্ড জানিয়েছেন ইন্দো-নেপাল সম্পর্কে 'নতুন অধ্যায়' শুরু হল।
![প্রধানমন্ত্রীর নেপাল সফর: মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রচন্ড প্রধানমন্ত্রীর নেপাল সফর: মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রচন্ড](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/04/27575-prachanda.jpg)
কাঠমান্ডু: সিপিএন-এর মাওবাদী নেতা প্রচন্ডের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাঠমান্ডুতে এক বৈঠকের পর প্রচন্ড জানিয়েছেন ইন্দো-নেপাল সম্পর্কে 'নতুন অধ্যায়' শুরু হল।
সাত বছর আগে মূল ধারার রাজনীতিতে আত্মপ্রকাশের আগে নেপালে রাজতন্ত্র অবসানের বিরুদ্ধে দীর্ঘ এক দশক অতি বাম সশস্ত্র বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন প্রচন্ড। নেপালের অর্থনৈতিক উন্নতি ও দু দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে মোদী ধারণা অতন্ত্য স্বচ্ছ বলে মন্তব্য করেছেন প্রচন্ড।
একদা ভারতের তীব্র সমালোচক নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন ''অতন্ত্য অর্থপূর্ণ বৈঠক হয়েছে আমাদের। ভারত ও নেপালের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে নয়া উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। এই ঘটনা যথার্থ অর্থেই ঐতিহাসিক।''
দুদেশের মধ্যে শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন প্রচন্ড।