প্লুটোর আকাশ নীল, বলছে নিউ হরাইজনস

প্লুটোর আকাশের রং নীল। নাসার মহাকাশযান নিউ হরাইজনসের পাঠানো ছবিতে উঠে এসেছে তার প্রমাণ।  নাসা সূত্রের খবর, প্লুটোর অ্যাটমসফিয়ারের বাইরের স্তরের রং সম্ভবত ছাই বা লাল। কিন্তু বিচ্ছুরণের ফলে তা আকাশি দেখায়। এছাড়াও প্লুটোর মাটিতে কিছু এলাকায় জমা বরফেরও সন্ধান পেয়েছে নিউ হরাইজনস।

Updated By: Oct 9, 2015, 09:53 AM IST
প্লুটোর আকাশ নীল, বলছে নিউ হরাইজনস

ওয়েব ডেস্ক: প্লুটোর আকাশের রং নীল। নাসার মহাকাশযান নিউ হরাইজনসের পাঠানো ছবিতে উঠে এসেছে তার প্রমাণ।  নাসা সূত্রের খবর, প্লুটোর অ্যাটমসফিয়ারের বাইরের স্তরের রং সম্ভবত ছাই বা লাল। কিন্তু বিচ্ছুরণের ফলে তা আকাশি দেখায়। এছাড়াও প্লুটোর মাটিতে কিছু এলাকায় জমা বরফেরও সন্ধান পেয়েছে নিউ হরাইজনস।

নিউহরাইজনসের র‌্যালফ স্পেকট্রাল কম্পোজিশন ম্যাপারে ধরা পড়েছে এই ছবি। নাসার পাঠানো ছবিতে প্লুটোর চারপাশে নীল বলয় দেখে মুগ্ধ বিশ্ব। গবেষক কার্লে হওয়েট জানাচ্ছেন, "এই নীল বলয় প্লুটোকে ঘিরে থাকা ছোট ছোট কণার সন্ধান দিচ্ছে। অনেক সময় ছোট ছোট কণার দ্বারা সূর্যরশ্মির বিচ্ছুরণের ফলে এমন নীল বলয় তৈরি হয়। পৃথিবীর আকাশে এইসব কণা ক্ষুদ্র ক্ষুদ্র নাইট্রোজেন অনু। প্লুটোর আকাশে সেগুলোই অনেক বড় দেখায়। এই ধরনের কণাকে আমরা থলিন বলি।"

নিউ হরাইজনসের মহাকাশযান এই মুহূর্তে পৃথিবী থেকে ৩.১ বিলিয়ন মাইল দূরে রয়েছে।

 

 

.