পিটার ফাবরেজের শিল্পকলা নিয়ে মিউজিয়াম রাশিয়ায়

ফাবেরজের শিল্পকলা নিয়ে বিশ্বের প্রথম মিউজিয়াম খোলা হল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। উদ্যোক্তারুশ শিল্পপতি ভিক্টর ভেক্সেলবার্গ। মিউজিয়ামে রয়েছেপ্রায় চার হাজারের ওপর সংগ্রহ। রয়েছে ফাবেরজেরবেশ কিছু অসামান্য শৈল্পিক নিদর্শন। যার মধ্যে জায়গা পেয়েছে ঐতিহাসিক ডিম শিল্প।

Updated By: Nov 23, 2013, 05:35 PM IST

ফাবেরজের শিল্পকলা নিয়ে বিশ্বের প্রথম মিউজিয়াম খোলা হল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। উদ্যোক্তারুশ শিল্পপতি ভিক্টর ভেক্সেলবার্গ। মিউজিয়ামে রয়েছেপ্রায় চার হাজারের ওপর সংগ্রহ। রয়েছে ফাবেরজেরবেশ কিছু অসামান্য শৈল্পিক নিদর্শন। যার মধ্যে জায়গা পেয়েছে ঐতিহাসিক ডিম শিল্প।
২০০৪ সালে একটি নিলামে আমেরিকার মিডিয়া ম্যাগনেট ম্যালকম ফোর্বসের কাছ থেকে অলঙ্কার শিল্পকলার সংগ্রহ কিনেছিলেন রুশ শিল্পপতি ভিক্টর ভেক্সেলবার্গ। এরপরই তিনি রুশ শিল্পে ফাবেরজের এই অসামান্য কাজ নিয়ে আসেন রাশিয়ায়। এর মধ্যে রয়েছে কার্ল ফাবেরজের নটি ইস্টার ডিম। রুশ সম্রাট তৃতীয় আলেকজান্ডার তাঁর স্ত্রী মারিয়ার জন্য আলঙ্কারিক ডিম বানানোর বরাত দেন স্বর্ণশিল্পী পিটার কার্ল ফাবেরজকে। প্রায় ৫০টি এই রকম আলঙ্কারিক ডিম ফাবেরজ তৈরি করেন।
১৯১৭ সালে বলশেভিক বিপ্লবের পর এই জাতীয় বেশ কিছু ডিম বাইরে বিক্রি করে দেওয়া হয়। রাশিয়ানদের বিশ্বাস এর মধ্যে ৪৬টা ডিম এখনও অক্ষত রয়েছে। যার মধ্যে রাশিয়াতেই রয়েছে উনিশটা ডিম। ফাবেরজের এই সব শিল্পকলা নিয়ে এ বার বিশ্বের প্রথম মিউজিয়াম খোলা হল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। উদ্যোক্তা রুশ শিল্পপতি ভিক্টর ভেক্সেলবার্গ। তাঁর কাছে রয়েছে ফাবেরজের বানানো নটি ডিম।  
মিউজিয়ামে রয়েছে একটি ছোট সোনার গাড়ির মডেলও। যা শেষ রুশ সম্রাট দ্বিতীয় নিকোলাসের  অভিষেকের এক বছর উপলক্ষে বানানো হয়েছিল। সব মিলিয়ে ৪ হাজারেরও বেশি শিল্পকর্মের নিদর্শন রয়েছে এই মিউজিয়ামে। যা বিশ্ববাসীকে চমকে দেওয়ার পক্ষে যথেষ্ট। 

.