চিনের নতুন কাণ্ড! অল্পের জন্য রক্ষা পেল গোটা নিউ ইয়র্ক শহর

উত্ক্ষেপনের এক সপ্তাহ পর নিয়ন্ত্রণ হারিয়ে  সেই রকেটের কিছু অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসে।

Updated By: May 13, 2020, 12:55 PM IST
চিনের নতুন কাণ্ড! অল্পের জন্য রক্ষা পেল গোটা নিউ ইয়র্ক শহর

নিজস্ব প্রতিনিধি— অল্পের জন্য রক্ষা পেল গোটা নিউ ইয়র্ক শহর। চিনের নতুন কাণ্ড বড় বিপদ ডেকে আনতে পারত। মহাকাশ থেকে ছিটকে পড়ল চিনা রকেটের অংশ। অল্পের জন্য আঘাত থেকে রক্ষা পেল নিউ ইয়র্ক শহর। জানা গিয়েছে, সেই মহাকাশ যান থেকে ছিটকে পড়া কিছু টুকরো পাওয়া গিয়েছে আইভরি কোস্টের বিভিন্ন এলাকায়। সেই রকেট থেকে ভেঙে পড়া সব থেকে ক্ষুদ্র অংশটিও একটি বড়সড় বাসের সমান। প্রচণ্ড গতিবেগে সেই টুকরোগুলি পৃথিবীতে আছড়ে পড়েছে। নিউ ইয়র্ক শহর থেকে একটি বড় টুকরো মাত্র ১৫—২০ কিমি দূরে ছিল। সেটি আঘাত হানলে নিউ ইয়র্কে বড়সড় ক্ষতি হতে পারত। এমনিতেই করোনায় জেরবার অবস্থা আমেরিকার। তার মধ্যে নতুন এই বিপদ নিউ ইয়র্কের বাসিন্দাদের মনে ভীতির সঞ্চার করেছিল। 

উত্ক্ষেপনের এক সপ্তাহ পর নিয়ন্ত্রণ হারিয়ে  সেই রকেটের কিছু অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসে। লং মার্চ ৫বি নামের ওই রকেট থেকে ছিটকে আসা একটি বড়সড় টুকরো আটলান্টিক মহাসাগরেও পড়েছে। নিজস্ব কক্ষপথে কিছুদিন ঘোরার পর রকেটের মূল অংশ নিয়ন্ত্রণ হারিয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে। এর পর ঘণ্টায় কয়েক হাজার মাইল গতিতে সেটি ছুটে আসে পৃথিবীর দিকে। কয়েক দশকের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসা সব থেকে বড় মহাকাশ জঞ্জাল ছিল সেগুলি। এমনটাই জানিয়েছেন একাধিক মহাকাশ বিজ্ঞানী।

আরও পড়ুন— গত ২০ বছরে বিশ্বকে ৫ বার কাঁদিয়েছে চিন, আর নয়! চিনকে কড়া হুঁশিয়ারি আমেরিকার

হার্ভার্ড—এর জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডয়েল টুইট করে জানিয়েছেন, ১৯৯১ সালে স্যালুয়েট-৭ নিয়ন্ত্রণ হারালে বিরাটাকার মহাকাশ জঞ্জাল পৃথিবীর দিকে ধেয়ে আসে। তার পর আর কোনও রকেট থেকে ভেঙে পড়া এত বড় অংশ ধেয়ে আসেনি। চিনা রকেটের ভগ্নাবশেষ নিউ ইয়র্ক সিটিতে আছড়ে পড়লে বড় বিপদ ঘটতে পারত বলেও জানিয়েছেন তিনি। আমেরিকার একাধিক সংবাদমাধ্যমে চিনের এই নতুন কাণ্ড নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। একে তো চিন থেকে ছড়ানো করোনাভাইরাস সামলাতে জেরবার অবস্থা আমেরিকাসহ বিশ্বের বহু দেশের। তার মধ্যে এই নতুন কাণ্ড!  

.