নাইজেরিয়ার একটি মসজিদে বোমা বিস্ফোরণে মৃত ৫৫

Updated By: Oct 24, 2015, 02:09 PM IST
নাইজেরিয়ার একটি মসজিদে বোমা বিস্ফোরণে মৃত ৫৫

ওয়েব ডেস্ক: শুক্রবার একটি মসজিদে পর পর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাইজেরিয়াতে। এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৫৫ জন। ১০০-র বেশী মানুষ আহত হয়েছেন।

শুক্রবার সকালে মাইডুগুরির একটি মসজিদের সামনে সকালের প্রার্থনার জন্য জমা হয়েছিলেন সকলে। ঠিক সেই সময় ঘটে বিস্ফোরণটি। পুলিসের প্রাথমিক অনুমান, আত্মঘাতী বোমার জেরেই ঘটনাটি ঘটেছে।   

এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার না করলেও, সন্দেহের তীর বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর দিকে।

নাইজেরিয়ার মাইডুগুরি, ইয়োলা এবং কেরাওয়া স্থানগুলিকে প্রধান হামলার স্থান হিসেবে চিহ্নিত করেছে মিলিটারিরা। অনেকদিন আগে থেকেই বার বার এই স্থানগুলোতে ইসলামীয় জঙ্গিদের কাছ থেকে হুমকি আসতে শুরু করেছিল। একটি সমীক্ষা থেকে জানা গেছে চলতি মাসে প্রাস ৬বার হামলা করা হয়েছে মাইডুগুরিতে।

মাইডুগুরিতে প্রথম হামলাতে হয় ভোর ৫টা নাগাদ। একজন বেসরকারি নজরদারি সংস্থার কর্মী জানান, দুটি বোমা বিস্ফোরণ হয়েছে মসজিদে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বোমা বিস্ফোরণের কিছুটা দূরে দুজনকে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। যার জন্য দুজনকেই মিলিটারিদের হাতে তুলে দেওয়া হয়েছে।

.