Pak Cricketer: লাহোরের পাম্পগুলিতে নেই পেট্রোল; এটিএম-এ নেই ক্যাশ, পাক ক্রিকেটারের টুইটে শোরগোল

ওই টুইট করেই খান্ত হননি হাফিজ। বরং তা ট্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে

Updated By: May 25, 2022, 08:53 PM IST
Pak Cricketer: লাহোরের পাম্পগুলিতে নেই পেট্রোল; এটিএম-এ নেই ক্যাশ, পাক ক্রিকেটারের টুইটে শোরগোল

নিজস্ব প্রতিবেদন: রাজপাট বদল হলেও কমনম্যানের যন্ত্রণার শেষ নেই। এনিয়ে টুইটারে সরব প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজ। বরাবরই সোজা কথা সোজা কথা বলার মানুষ হাফিজের সেই টুইট শোরগোল ফেলেছে পাক রাজনৈতিক মহলে।

বুধবার মহম্মদ হাফিজ টুইট করেন, লাহোরে পেট্রোল পাম্পগুলিকে কি তেল নেই? এটিএম-এ ক্যাশ নেই? রাজনীতির জন্য সাধারণ মানুষকে কেন এমন ভুগতে হবে? 

ওই টুইট করেই খান্ত হননি হাফিজ। বরং তা ট্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইমরান খান আস্থা ভোটে হেরে যাওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ। পাক জনতার একাংশের আশা ছিল, এবার হয়তো অবস্থার বদল হবে। কিন্তু তার পরিবর্তে পাক ক্রিকেটারের টুইটে উঠে এসেছে অন্য ছবি। এতেই শোরগোল নোট পাড়ায়।

আরও পড়ুন-SSC-র সুপারিশপত্রে স্বাক্ষর-বিভ্রাট; 'আপলোড করা নতুন প্যানেলেও ছিল অসঙ্গতি' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.