একটা রিং পড়লেই আর থাকবে না এইডসের ভয়
সুখের সঙ্গে দুঃখের সম্পর্কটা যেমন ঠিক তেমনই সেক্সের সঙ্গে এইডসের। তাই যৌন মিলনে যাওয়ার আগে সবসময় সুরক্ষার কথাটা মাথায় রাখা দরকার। তবে এই সুরক্ষার অনেকটাই থাকে পুরুষদের হাতে। যদিও গোটা বিশ্বে পুরুষদের তুলনায় মহিলারাই বেশি এই রোগের শিকার। কিন্তু এবার আর এইডস আটকানোর জন্য শুধু কন্ডোমের ওপর ভরসা করতে হবে না। একটা রিং পড়লেই মহিলারাও আটকাতে পারবেন এইডসের সংক্রমণ।
ওয়েব ডেস্ক: সুখের সঙ্গে দুঃখের সম্পর্কটা যেমন ঠিক তেমনই সেক্সের সঙ্গে এইডসের। তাই যৌন মিলনে যাওয়ার আগে সবসময় সুরক্ষার কথাটা মাথায় রাখা দরকার। তবে এই সুরক্ষার অনেকটাই থাকে পুরুষদের হাতে। যদিও গোটা বিশ্বে পুরুষদের তুলনায় মহিলারাই বেশি এই রোগের শিকার। কিন্তু এবার আর এইডস আটকানোর জন্য শুধু কন্ডোমের ওপর ভরসা করতে হবে না। একটা রিং পড়লেই মহিলারাও আটকাতে পারবেন এইডসের সংক্রমণ।
আফ্রিকার দীর্ঘদিনের গবেষণার ফল 'ভেজাইনাল রিং'। এই রিংয়ে দেওয়া রয়েছে অ্যান্টি এইডস কোটিং। ফলে এই রিং পড়ে সেক্স করলে অনেকটাই কমে যাবে এইডস সংক্রমণের ভয়। একটি রিং একবার পড়লে কাজ করবে দু'মাস। কিন্তু গবেষণায় দেখা গেছে এই রিং যতটা ২৫ বা তার বেশি বয়সের মেয়েদের ওপর কার্যকরী ততটা এর থেকে কম বয়সী মেয়েদের ওপর নয়। এর কারণ খুঁজে 'ভেজাইনাল রিং' কে আরও উন্নত করার চেষ্টা চলছে।