আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে চলে এল নয়া স্মার্টফোন অ্যাপ

যুব প্রজন্মের মধ্যে বেড়ে চলা আত্মহত্যার প্রবণতা প্রতিরোধ করতে নয়া স্মার্ট ফোন অ্যাপ তৈরি করলেন অস্ট্রেলীয় গবেষকরা। এই অ্যাপ আত্মহত্যা প্রবণ যুবক-যুবতী বা কিশোর-কিশোরীদের সঙ্গে খুব সহজেই আত্মহত্যা প্রতিরোধে সাহায্যকারী সরকারী ও বেসরকারী সংস্থা গুলির যোগাযোগ করিয়ে দিতে সক্ষম।

Updated By: Sep 8, 2014, 03:14 PM IST
আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে চলে এল নয়া স্মার্টফোন অ্যাপ

ওয়েব ডেস্ক: যুব প্রজন্মের মধ্যে বেড়ে চলা আত্মহত্যার প্রবণতা প্রতিরোধ করতে নয়া স্মার্ট ফোন অ্যাপ তৈরি করলেন অস্ট্রেলীয় গবেষকরা। এই অ্যাপ আত্মহত্যা প্রবণ যুবক-যুবতী বা কিশোর-কিশোরীদের সঙ্গে খুব সহজেই আত্মহত্যা প্রতিরোধে সাহায্যকারী সরকারী ও বেসরকারী সংস্থা গুলির যোগাযোগ করিয়ে দিতে সক্ষম।

গুগলের অ্যানড্রয়েড অ্যাপলিকেশন বা আই টিউনস ফোনে থাকলে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।

এই  অ্যাপের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ, কমুউনিটির সদস্য, কমুউনিটির গেট কিপার এমনকি ডাক্তারদের সঙ্গেও আপদকালীন যোগাযোগ করা যাবে খুব সহজেই।

 

.