নাত্সীদের বিরুদ্ধে নতুন তদন্ত

ন্যুরেমবার্গ বিচারের পর ফের কাঠগড়ায় জার্মানির নাত্সীরা । "কুখ্যাত` সবিবোর বন্দিশিবিরের এক "অখ্যাত` নিরাপত্তা কর্মীর সৌজন্যে!

Updated By: Oct 5, 2011, 11:17 PM IST

ন্যুরেমবার্গ বিচারের পর ফের কাঠগড়ায় জার্মানির নাত্সীরা । "কুখ্যাত` সবিবোর বন্দিশিবিরের এক
"অখ্যাত` নিরাপত্তা কর্মীর সৌজন্যে!
মার্কিন যুক্তরাষ্ট্রের ৯১ বছর বয়সী এক নাগরিককে এসপ্তাহে দোষী সাব্যস্ত করেছে মিউনিখের একটি
আদালত । তাঁর বিরুদ্ধে পোল্যান্ডের সবিবোর বন্দিশিবিরে ইহুদিদের গণহত্যায় মদত করার অভিযোগ
ছিল । জন ডেময়ানয়ুক নামে ওই প্রৌঢ়ের দাবি,তিনি কস্মিনকালেও কোনও বন্দিশিবিরে কাজ করেননি।
কিন্তু দীর্ঘ ১৮ মাসের শুনানির পর বুধবার তাঁকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত । জন ডেময়ানয়ুকুক
উচ্চতর আদালতে আপীল করেছেন । কিন্তু তার আগেই হিটলারের জমানার বাকি "খলনায়কদের` জালে
পুরতে চায় জার্মানির আইনমন্ত্রক ।
জন ডেময়ানয়ুকের বিচারপর্ব একটি বিষয়কে স্পষ্ট করেছে । নাত্সীদের হয়ে নরমেধ চালানোর প্রত্যক্ষ
প্রমাণ ছাড়াও শাস্তি হতে পারে । এক আইনজীবীর দাবি,"যদি প্রমাণ করা যায় কোনও ব্যক্তি সবিবোরে
ছিলেন,তা হলেই তো বাকিটা হয়ে গেল । সবিবোর বন্দিশিবির ছিল ইহুদিদের বধ্যভূমি । সেখানে যারা
নাত্সীদের হয়ে কাজ করেছে,তারাও ওই জঘন্য কাণ্ডের সহযোগী`।এই মামলার আঁচ নেভার আগেই
তাই জোর তত্পরতা প্রশাসনিক স্তরে । নাত্সী বাহিনীর কোন কোন সদস্য জীবিত রয়েছেন,তা নিয়ে শুরু
হয়েছে তদন্ত । জন ডেময়ানয়ুকুকের আবেদনের শুনানি এখনও শুরুই হয়নি । কিন্তু জার্মান আইনমন্ত্রকের
মুখপাত্র কূর্ট শ্রিমের দাবি,"আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করা যাবে না । নাত্সীদের সম্পর্কে তদন্ত
আগেই শেষ করে ফেলতে হবে ।`
পুরনো নাত্সীদের খুঁজে বের করার ক্ষেত্রে প্রায় প্রবাদে পরিণত হয়েছেন সিমোন ওয়াইজেনথাল সেন্টারের
এফ্রেইম জুরফ । মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মগোপন করে থাকা জন ডেময়ানয়ুকুকের সন্ধান তিনিই দিয়েছেন ।
এফ্রেইম জুরফ এবার "নাত্সী-শিকার`-এর দ্বিতীয়পর্ব শুরু করতে চান । তাঁর পুরনো অভিযানের নাম ছিল
অপারেশন লাস্ট চান্স । এবারেরটা কী হবে ?

.