টয়লেটে যাওয়া যাবে না, এই অফিসে কাজ করতে হয় ডায়াপার পরে!
জেলের কয়েদিদের জন্যেও বোধহয় এরকম কোনও নিষেধাজ্ঞা থাকে না। যেমনটা রয়েছে এই অফিসে। আপনি একবার এই অফিসে ঢুকে পড়লে আর টয়লেটে যেতে পারবেন না! কারণ? এই অফিসের কর্মচারীদের টয়লেটে যাওয়া মানা। আর তাই অগত্যা অফিসের কর্মচারীদের কাজ করতে হয় ডায়াপার পরে।
ওয়েব ডেস্ক : জেলের কয়েদিদের জন্যেও বোধহয় এরকম কোনও নিষেধাজ্ঞা থাকে না। যেমনটা রয়েছে এই অফিসে। আপনি একবার এই অফিসে ঢুকে পড়লে আর টয়লেটে যেতে পারবেন না! কারণ? এই অফিসের কর্মচারীদের টয়লেটে যাওয়া মানা। আর তাই অগত্যা অফিসের কর্মচারীদের কাজ করতে হয় ডায়াপার পরে।
অভিযোগ, মার্কিন মুলুকের পোল্ট্রি শিল্পের কর্মীদের ওপর চলছে এই অমানবিক নির্যাতন। অভিযুক্তের তালিকায় বিশেষ করে রয়েছে বেশ কয়েকটি মুরগির মাংস প্রক্রিয়াকরণ সংস্থা। অভিযোগ, সেইসব অফিসের হুকুম, একবার অফিসে ঢুকে পড়লে কর্মচারীরা আর কোথাও যেতে পারবেন না। এমনকী টয়লেটেও। আর তাই কর্মচারীদের 'প্রয়োজন' সারতে হচ্ছে ডায়াপারেই। উত্পাদন ধরে রাখার তাগিদেই এ হেন নির্যাতন বলে সংস্থার কর্মীদের অভিযোগ। যদিও এই অভিযোগের সত্যতা অস্বীকার করেছে সংস্থাগুলি।