স্ত্রীদের জন্য আজব নয়া ফতোয়া মুসলিম ধর্মগুরুদের!

মারধর করে কোনও সমস্যার সমাধান হয় না। সে যদি আত্মরক্ষার জন্য হয়, তাও নয়! তাই স্ত্রীদের কখনওই উচিত নয় তাঁদের স্বামীদের মারধর করা। বউদের জন্য এমনই বিধান দিয়েছেন সৌদি আরবের মুসলিম ধর্মগুরুরা।

Updated By: Aug 3, 2016, 03:32 PM IST
স্ত্রীদের জন্য আজব নয়া ফতোয়া মুসলিম ধর্মগুরুদের!

ওয়েব ডেস্ক : মারধর করে কোনও সমস্যার সমাধান হয় না। সে যদি আত্মরক্ষার জন্য হয়, তাও নয়! তাই স্ত্রীদের কখনওই উচিত নয় তাঁদের স্বামীদের মারধর করা। বউদের জন্য এমনই বিধান দিয়েছেন সৌদি আরবের মুসলিম ধর্মগুরুরা।

তাঁরা বলেছেন, ইসলাম কখনও মারধরকে প্রশ্রয় দেয় না। এমনকী সে যদি আত্মরক্ষার্থেও হয়। ইসলাম তাকে সমর্থন করে না। ইসলামে এধরনের জিনিস খুব নিচু কাজ বলে মনে করা হয়। তাই কখনও এরকম করা উচিত নয়। আর তা ছাড়া, স্বামীকে মারধর করে তো আর সমস্যার সমাধান হয় না। বরং আলোচনা করেই তা মেটাতে হবে। আর এর ফলেই বিয়ে টিকবে।

.