লাদেনের পাকিস্তানের বাড়ি ভাঙার কাজ শেষ
ভেঙে ফেলা হল লাদেনের অ্যাবোটাবাদের বাড়ি। সোমবার বাড়িটি ভাঙার কাজ শেষ হয়েছে। গত বছর ২ মে উত্তর-পশ্চিম পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িতেই গোপনে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন নেভি সিল।
ভেঙে ফেলা হল লাদেনের অ্যাবোটাবাদের বাড়ি। সোমবার বাড়িটি ভাঙার কাজ শেষ হয়েছে। গত বছর ২ মে উত্তর-পশ্চিম পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িতেই গোপনে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন নেভি সিল।
প্রায় এক কিলোমিটার বিস্তৃত ৩ তলা বাড়িটি ভাঙা শুরু হয় শনিবার। দিনরাত কাজ চলার পর এদিন বাড়িটি ভাঙার কাজ সম্পূর্ণ হয়েছে। তবে বাড়িটির সীমানা পাঁচিলটি এখনও ভাঙা হয়নি।
লাদেনের মৃত্যুর পর থেকে কোনও সাংবাদিককেই বাড়িটির ভিতর ঢুকতে দেওয়া হয়নি। একটি সংবাদসংস্থার চিত্র সাংবাদিক জানিয়েছেন, ভাঙার কাজ চলাকালীন কোনও সাংবাদিককে বাড়িটির কাছেও যেতে দেওয়া হয়নি।
বাড়িটি কেন ভাঙা হল, সে বিষয়ে পাক সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অ্যাবোটাবাদের অনেক বাসিন্দার মতে, বাড়িটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারত। এমনকী বাড়িটি দেখার চেষ্টা করার জন্য ইতিমধ্যে বেশ কিছু বিদেশি পর্যটককে আটকও করা হয়েছে। তবে এই স্পর্শকাতর সম্পত্তিকে পাক সরকার কী হিসেবে ব্যবহার করবে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।