ইয়েমেন থেকে বিন্দুমাত্র রক্ত না ঝরিয়ে নাগরিকদের উদ্ধারে দৃষ্টান্ত স্থাপন ভারতের, এ দেশের সাহায্যপ্রার্থী ২৬টি দেশ
গৃহযুদ্ধে বিধ্বস্থ ইয়েমেন থেকে অধিকাংশ নাগরিককে নিরাপদে উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করল ভারত। সেদেশে বসবাসকারী চার হাজার ভারতীয়ের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার জনকে দেশে ফেরানো হয়েছে। তার মধ্যে সোমবারই উদ্ধার করা হয়েছে এক হাজারেরও বেশি ভারতীয়কে। আগামী দুই একদিনের মধ্যে সমস্ত ভারতীয়কেই দেশে ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
ব্যুরো: গৃহযুদ্ধে বিধ্বস্থ ইয়েমেন থেকে অধিকাংশ নাগরিককে নিরাপদে উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করল ভারত। সেদেশে বসবাসকারী চার হাজার ভারতীয়ের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার জনকে দেশে ফেরানো হয়েছে। তার মধ্যে সোমবারই উদ্ধার করা হয়েছে এক হাজারেরও বেশি ভারতীয়কে। আগামী দুই একদিনের মধ্যে সমস্ত ভারতীয়কেই দেশে ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
সাফল্যের সঙ্গে উদ্ধারকাজ চালানোর জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। যুদ্ধে না জড়িয়ে, একটিও গুলি না চালিয়ে, একটিও প্রাণহানি হতে না দিয়ে এই উদ্ধারকাজ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে গোটা বিশ্বের। শুধু তাই নয় ভারতীয়দের পাশাপাশি, অন্যান্য দেশের নাগরিকদেরও উদ্ধার করেছে নৌসেনা। আমেরিকা, ফ্রান্স, জার্মানির মতো ছাব্বিশটি দেশ এখন নিজেদের নাগরিকদের উদ্ধার করতে ভারতের সাহায্য চাইছে।