WATCH | Bangladesh-Pakistan: বাংলাদেশের অনুপ্রেরণা PAK, স্বাধীনতার ডাকে আটারির ওপারে বিকোচ্ছে পদ্মাপারের পতাকা!
Bangladesh-Pakistan: বাংলাদেশই এখন পাকিস্তানের অনুপ্রেরণা। আটারির ওপারে বিকোচ্ছে পদ্মাপারের পতাকা...
শুভপম সাহা | Updated By: Aug 21, 2024, 08:00 PM IST
বাংলাদেশই পথ দেখাচ্ছে পাকিস্তানকে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোটা সংস্কার আন্দোলনের জেরে, গত ৫ অগাস্ট শেখ হাসিনা (Seikh Hasin) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। ছাত্র-জনতার ক্ষমতাচ্যুত করেছে দোর্দণ্ড প্রতাপশালী সরকারকে। তা দেখেই অনুপ্রাণিত বাংলাদেশের পড়শি রাষ্ট্র পাকিস্তান। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা সরকারবিরোধী আন্দোলনে বারবার বাংলাদেশের উদাহরণ টেনে আনছেন। এই অবস্থায় আটারির ওপারে দেদারে বিকোচ্ছে পদ্মাপারের পতাকা!
গত ১৪ অগাস্ট ছিল পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস। ফি-বছরের মতো এবারও রীতিমতো ধুমধাম করে স্বাধীনতা উদযাপন করেছেন পাকিস্তানিরা। স্বাভাবিক ভাবেই, পাকিস্তানের পতাকাও বিক্রি বেড়ে গিয়েছিল এই সময়টায়। তবে এবার পাকিস্তানের মাটিতে ফুটে উঠল ভিন্ন চিত্র। সেখানে চুটিয়ে বিক্রি হল বাংলাদেশের পতাকা!
মহম্মদ রেহান নামের এক ইউটিউবার ১৪ অগাস্ট একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। তিনি মূলত তাঁর ভিডিয়োতে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশিদের নিয়ে পাকিস্তানিদের মনোভাবের কথাও তুলে ধরেন তিনি। এই ভিডিয়োতে তিনি কয়েকজন পাকিস্তানি পতাকা বিক্রেতাদের তুলে ধরেছেন। সেখানেই দেখা যাচ্ছে যে, পাকিস্তানি ক্রেতাদের কাছেও বাংলাদেশি পতাকার প্রচুর চাহিদা রয়েছে। প্রায় ১২০০-১৩০০ বাংলাদেশি পতাকা বিক্রি হয়েছে। অনেকেই জানিয়েছেন যে, তাঁরা বাংলাদেশিদের আন্দোলনকে সমর্থন করছেন।
বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.