ইমরানের দফতরে ৪১ লক্ষ টাকার বিদ্যুতের বিল বকেয়া, মিলল সংযোগ কাটার হুঁশিয়ারি!

শুধু প্রধানমন্ত্রীর দফতরেই নয়। বিদ্যুতের সংকট সারা পাকিস্তান জুড়েই প্রকট।

Edited By: সুদীপ দে | Updated By: Aug 29, 2019, 04:39 PM IST
ইমরানের দফতরে ৪১ লক্ষ টাকার বিদ্যুতের বিল বকেয়া, মিলল সংযোগ কাটার হুঁশিয়ারি!

নিজস্ব প্রতিবেদন: বুধবার রাতেই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তান। যুদ্ধের আবহাওয়া তৈরি করতে সব রকমের ইন্ধন যোগাচ্ছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইমরান খানের অফিসেই বকেয়া লক্ষ লক্ষ টাকার বিদ্যুতের বিল। অবস্থা এমনই যে বকেয়া টাকা না মেটালে প্রধানমন্ত্রীর ভবনের সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তানের বিদ্যুত্ সরবরাহকারী সংস্থা ইসলামাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রীর দফতরের প্রায় ৪১ লক্ষ টাকার বিদ্যুতের বিল বকেয়া আছে। জুলাই মাসেই সেই বকেয়ার পরিমাণ ছিল প্রায় ৩৫ লক্ষ টাকা। তবুও প্রধানমন্ত্রীর দফতর হওয়ায় বিদ্যুত্-সংযোগ বিচ্ছিন্ন করেনি বিদ্যুত্ সরবরাহকারী সংস্থা। তবে, চলতি মাসে সেই টাকার অঙ্ক আরও বেড়ে যাওয়ায় অবশেষে নড়েচেড়ে বসলেন তাঁরা। আইইএসসিও-এর এক আধিকারিক বলেন, "বহুদিন ধরেই প্রধানমন্ত্রীর দফতরে এই সমস্যাটা চলছে। আর সম্ভব নয়। দ্রুত বিল না মেটালে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।"

আরও পড়ুন: কাশ্মীর চাপান-উতোরের মধ্যে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

শুধু প্রধানমন্ত্রীর দফতরেই নয়। বিদ্যুতের সংকট সারা পাকিস্তান জুড়েই প্রকট। গত কয়েক বছরে পাকিস্তানের বহু অঞ্চলেই দিনের প্রায় অর্ধেক সময় লোডশেডিং চলে।

.