পাক সেনার ড্রোন হামলায় মৃত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান?
অসমর্থিত সূত্রে খবর, পাক সেনার ড্রোন হানায় প্রাণ গেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান মৌলবী ফজলুল্লাহের।
ওয়েব ডেস্ক: অসমর্থিত সূত্রে খবর, পাক সেনার ড্রোন হানায় প্রাণ গেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান মৌলবী ফজলুল্লাহের।
পাক প্রতিরক্ষা মন্ত্রকের ফেসবুক পেজ অনুযায়ী পাকিস্তানি বায়ু সেনার জেট অ্যাটাকে মারা গেছেন আফগানিস্তানে টিটিপি কম্যান্ডার ফজলুল্লাহ।
টুইটারেও একটি পেজে, (যেটি দাবি করা হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের) "Maulvi Fazal ullah has been killed in Fresh airstrike! TTP commander Fazal Ullah was killed in an airstrike carried out by PAF jets inside Afghanistan."
এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতেই পাক প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে '' আফগানিস্তানের কুনার জেলায় এই অপরেশন হয়েছে। সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।''
গত মঙ্গলবার পেশোয়ারে একটি সেনা স্কুলে নৃশংস তালিবানি জঙ্গি হামলায় খুন হয় ১৪০টি শিশু। প্রসঙ্গত, স্কুলটি আক্রমণের সঙ্গে সঙ্গেই এই হামলার দায় স্বীকার করে নেয় তেহরিক-ই-তালিবান।