এ কেমন জার্নি? বিনা টিকিটেই খোশমেজাজে যাত্রী!

Updated By: Jul 30, 2017, 04:40 PM IST
এ কেমন জার্নি? বিনা টিকিটেই খোশমেজাজে যাত্রী!

ওয়েব ডেস্ক : মাথায় নীল রঙের ঝুঁটি। গাঢ় নীলবর্ণের কন্ঠ। নীলচে-সবুজ পেখমধারী ময়ূরের সৌন্দর্যে মুগ্ধ হয় না, এমন মানুষ খুব কমই আছে। আমাদের দেশের জাতীয় পাখি ময়ূর। তবে দেশের মধ্যে একমাত্র রাজস্থানেরই অলিতেগলিতে, শস্যক্ষেতে, বাড়ির ছাদে তার অবাধ বিচরণ দেখা যায়। বাকি দেশের মানুষ তাকে চিড়িয়াখানাতেই দেখতে অভ্যস্ত। সেই ময়ূর এবার লোকাল ট্রেনের যাত্রী!

মালিকের সঙ্গী হয়ে ট্রেন পথে সওয়ারি হল একটি পূর্ণবয়স্ক ময়ূর। ঘটনাটি নিউ ইয়র্কের। ট্রেনে বিশেষ ভিড় নেই। কয়েকজন সিটে বসে, কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। ময়ূরটির মালিক অবশ্য দাঁড়িয়েই আছে। আর তাঁর গা ঘেঁষেই বসে ময়ূরটি। ঝুঁটি গিয়ে ঠেকেছে ট্রেনের ছাদে। ট্রেনের এক যাত্রী সেই ছবি তুলে টুইটারে পোস্ট করতেই, তা ভাইরাল।

তবে স্থানীয়দের মতে,  নিউ ইয়র্কের সাবওয়েতে এধরনের ঘটনা নতুন নয়। সুটকেসে কুকুর নিয়েও এর আগে যাতায়াত করতে দেখা গেছে। নিউ ইয়র্কের ট্রেনযাত্রীরা এধরনের আজব ব্যাপারস্যাপারের সাথে বেশ অভ্যস্ত। তাই চলন্ত ট্রেনে ময়ূর দেখে সবাই যে খুব অবাক, এমনটা নয়।

আরও পড়ুন, শপিং মলে এবার ম্যানপডে স্বামীকে জমা রেখে কেনাকাটা করতে পারেন স্ত্রী!

.