Russia: মৃত প্রভুর অপেক্ষায় পোষ্য! ৪ দিন ধরে বরফের উপরই...

Russia: পোষ্য কুকুরটির নাম বেলকা, সে একই জায়গায় টানা চারদিন ধরে অপেক্ষায় বসেছিল। ৫৯ বছরের মালিক রাশিয়ার ২৩ ফুট গভীর জমা উফা নদীতে পড়ে যান। ঘটনাটি ঘটে তখন যখন বেলকার প্রভু ওই জমা নদী পার করতে গিয়েছিলেন তখন।

Updated By: Dec 1, 2024, 05:35 PM IST
Russia: মৃত প্রভুর অপেক্ষায় পোষ্য! ৪ দিন ধরে বরফের উপরই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জমে থাকা জলে ডুবে চারদিন আগেই মৃত্যু হয়েছে প্রভুর। কিন্তু তারপরেও তাঁর অপেক্ষায় ঠায় বসে রয়েছে পোষ্য কুকুর। একদিন, দু'দিন না টানা চারদিন ধরে অপেক্ষায় বসে ছিল সে। অপেক্ষায় যদি প্রভু ফিরে আসে। কিন্তু সে জানত না। না ফেরার দেশে চলে গিয়েছেন তার প্রভু। পোষ্য কুকুরটির নাম বেলকা, সে একই জায়গায় টানা চারদিন ধরে অপেক্ষায় বসেছিল।

৫৯ বছরের মালিক রাশিয়ার ২৩ ফুট গভীর জমা উফা নদীতে পড়ে যান। ঘটনাটি ঘটে তখন যখন বেলকার প্রভু ওই জমা নদী পার করতে গিয়েছিলেন তখন। পুলিস সূত্রে জানা যায়, যেহেতু রাতের সময় ছিল তিনি ভেবেছিলেন বরফ শক্ত এবং পুরু হবে।

কিন্তু কিছুদূর যাওয়া মাত্রই ফাটল ধরতে থাকে কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যান তিনি। একটু দূরেই পাশ দিয়ে হাঁটছিল বেলকা তাই এই ঘটনায় তার কোনোরকমের ক্ষতি হয়নি। স্থানীয়রা যখন বুঝতে পারে সমস্ত বিষয়টি তারা চেষ্টা করে বেলকাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেটা প্রায় একখানা অসাধ্য কাজ হয়ে ওঠে।

আরও পড়ুন: Bangladesh: বদলের বাংলাদেশে আলোচিত গ্রেনেড হামলা! খালাস সকল আসামি...

কারণ ওই জায়গা থেকে কিছুতেই সরতে চাইছিল না সে। খুব কষ্টে নিয়ে যাওয়া হয়। আসলে কীভাবে ছেড়ে যাবে? প্রিয় প্রভুকে ওখানেই শেষ দেখেছিল সে। কোথাও মনে আশা হয়ত এই আসবে উঠে। জড়িয়ে ধরবে তাকে। কিন্তু ফিরে আসা হল না আর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.