নেপালের লুকলার রানওয়েতে বিমান দুর্ঘটনা; ধ্বংস সামিট এয়ারের বিমান, নিহত ৩

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের কো-পাইলট এস ধুঙ্গানার

Updated By: Apr 14, 2019, 12:23 PM IST
নেপালের লুকলার রানওয়েতে বিমান দুর্ঘটনা; ধ্বংস সামিট এয়ারের বিমান, নিহত ৩

নিজস্ব প্রতিবেদন: উড়ানের জন্য দৌড় শুরু করেতই বিপত্তি। নেপালের লুকলা বিমানবন্দরে ভেঙে পড়ল সামিট এয়ার-এর একটি বিমান। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন-ভোররাতে লেক গার্ডেন্সের বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৭ দোকান

কী ভাবে দুর্ঘটনা? রবিবার সকালে বিমানটি ওড়ার জন্য রানওয়েতে দৌড় শুরু করে। সেসময় সেটি রানওয়ে থেকে পিছলে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি হেলিকপ্টারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সেটি ভেঙে পড়ে। কপ্টারগুলি দাঁড়িয়েছিল রানওয়ে থেকে ৩০-৪০ মিটার দূরে।

ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রতাপবাহু তিওয়ারি সংবাদমাধ্যমে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের কো-পাইলট এস ধুঙ্গানা অ্যাসিস্ট্য়ান্ট সাব ইনস্পেক্টর রাম বাহাদুর খাড়কার। খাড়কা ওই কপ্টারটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন-রামনবমীতে উর্দি পরে লাঠিখেলায় 'মত্ত' পুলিসকর্মী!

দুর্ঘটনায় মারাত্মক আহত হন সাব ইনস্পেক্টর রুদ্রবাহাদুর শেষ্ঠ। তাঁকে কপ্টারে নিয়ে যাওয়া হয় কাঠমান্ডুতে। সেখানে চিকিত্সা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনাগ্রস্থ বিমানটি পাইলট হিসেবে ছিলেন ক্যাপ্টেন বি আর রোকায়া। অন্যদিকে দাঁড়িয়ে থাকা কপ্টাটির পাইলট ছিলেন চেত গুরুঙ্গ। দুজনই মারাত্মক জখম হয়েছেন।

.