নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার ভোরে জি-২০ সামিটে যোগ দিতে জাপানের ওসাকাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে এ কথা জানান মোদী নিজে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন মোদী। শুক্রবার তাঁর বৈঠক হওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। রাশিয়ার সঙ্গে এস-৪০০ এয়ার ডিফেন্স চুক্তি নিয়ে ভারতকে বার বার হুশিয়ারি দিয়েছে আমেরিকা। তাই মোদী-ট্রাম্পের বৈঠকেও এই প্রসঙ্গে কথা হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।



আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের অ্যাওয়ে জার্সি সাম্প্রদায়িক! মোদীর 'ষড়যন্ত্র' দেখছে সপা-কংগ্রেস


ট্রাম্প ছাড়াও চীনের রাষ্ট্রপতি শি জিংপিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও বৈঠক করবেন মোদী। তিন দিনের এই জি-২০ সামিটে ১০টি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা মোদীর। জি-২০ সামিটে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, “২০২২ সালে ভারতেই হবে জি-২০ সামিট। ভারতের ৭৫তম স্বাধীনতা বর্ষে এক নতুন ভারতের লক্ষ্যে এগিয়ে যাব আমরা।”