বিশ্বকাপে ভারতের অ্যাওয়ে জার্সি সাম্প্রদায়িক! মোদীর 'ষড়যন্ত্র' দেখছে সপা-কংগ্রেস

আগামী ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সি পরে মাঠে নামবে ভারত।

Updated By: Jun 26, 2019, 11:19 PM IST
বিশ্বকাপে ভারতের অ্যাওয়ে জার্সি সাম্প্রদায়িক! মোদীর 'ষড়যন্ত্র' দেখছে সপা-কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপে আইসিসি-র নতুন নিয়মে ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সি পরে খেলতে নামছে টিম ইন্ডিয়া। নীল থেকে কমলায় জার্সি বদলে মোদীর 'ষড়যন্ত্র' দেখছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। তাদের অভিযোগ, শিক্ষা, সংস্কৃতির মতো ক্রিকেটেও গৈরিকীকরণের পথে হাঁটছে বিজেপি। 
         
মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির বিধায়ক আবু অসীম আজমির দাবি, জার্সি বদলের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ভারত সরকার। তাঁর ব্যাখ্যা, ''গোটা দেশকে গৈরিকীকরণ করতে চান মোদী। ভারতের তেরঙার ডিজাইন করেছিলেন এক মুসলিম। তেরঙায় অন্যান্য রংও আছে। শুধুমাত্র গেরুয়া কেন? তেরঙা দিয়ে জার্সি হলে বেশ ভাল হয়''। সপা বিধায়কের সুরেই প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক নসীম খান বলেন,''ক্ষমতায় আসার পর থেকে গৈরিকীকরণের রাজনীতি করছেন মোদী। তেরঙাকে সম্মান জানানো উচিত। দেশের সম্প্রীতিকে তুলে ধরে তেরঙা। সব কিছুই গৈরিকীকরণ করছে সরকার''।

এনডিএ শরিক তথা কেন্দ্রীয় রামদাস আটাওয়ালের বক্তব্য, গেরুয়া রং সাহস ও জয়ের বার্তা বহন। কারও কোনও সমস্যা থাকার কথা নয়। 

আগামী ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সি পরে মাঠে নামবে ভারত। চিরাচরিত নীল জার্সি বদল কেন? এর পিছনে রয়েছে আইসিসির নয়া নিয়ম। ফুটবলের মতোই নতুন নিয়মে একই রঙের জার্সিধারী দল মাঠে নামতে পারবে না। সেক্ষেত্রে হোম টিমের জার্সি থাকবে অপরিবর্তিত। ইংল্যান্ডের এবারের জার্সির রং আকাশি নীল। আকাশি নীল আবার ভারতীয় জার্সিরও রং। সে কারণে ইংল্যান্ড হোম টিম হওয়ায় ভারত নামবে কমলা জার্সিতে। বিসিসিআই-কে রং চয়নের বিকল্প দিয়েছিল আইসিসি। কমলা রঙ বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ অতীতেও ভারতীয় জার্সিতে কমলা রঙের নানা ডিজাইন লক্ষ্য করা হয়েছিল। আদ্যপান্ত কিন্তু ক্রিকেটীয় বিষয় নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতি।    

আরও পড়ুন- ইনশাল্লাহ যত বেড়েছে, তলায় তলায় বেড়েছে রাম নবমী, বিজেপির সুর সিপিএমের গলায়

.