জঙ্গিহানার পর এই প্রথম কোনও রাষ্ট্রপ্রধান শ্রীলঙ্কায়, ইস্টার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গির্জায় শ্রদ্ধা জানালেন মোদী

কলম্বো বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হন রনিল বিক্রমাসিঙ্ঘে। জানা যাচ্ছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনা, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে, বিরোধী দলনেতা তথা  প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দ্রা রাজাপক্ষের সঙ্গে বৈঠক করবেন মোদী

Updated By: Jun 9, 2019, 01:39 PM IST
জঙ্গিহানার পর এই প্রথম কোনও রাষ্ট্রপ্রধান শ্রীলঙ্কায়, ইস্টার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গির্জায় শ্রদ্ধা জানালেন মোদী
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হয়ে প্রথম বিদেশ সফর নরেন্দ্র মোদীর। ভিয়েতনাম হয়ে আজ প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায় পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী। দু মাস আগে শ্রীলঙ্কায় ভয়াবহ জঙ্গি হামলার পর বিশ্বের এই কোনও রাষ্ট্রপ্রধান সেখানে গেলেন। এদিন  কলম্বোর সেন্ট অ্যান্টনি গির্জা পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। এপ্রিলে ইস্টার সানডেতে শ্রীলঙ্কার একাধিক জায়গায় বিস্ফোরণ হয়। তার মধ্যে ওই গির্জাও ছিল। শ্রীলঙ্কায় জঙ্গি হামলা মৃত্যু হয় কমপক্ষে ২৫৮ জন।

কলম্বো বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হন রনিল বিক্রমাসিঙ্ঘে। জানা যাচ্ছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনা, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে, বিরোধী দলনেতা তথা  প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দ্রা রাজাপক্ষের সঙ্গে বৈঠক করবেন মোদী। এরপর সে দেশের প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। এ দিনই বিকেল ৩টে দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- টাইম্স স্কোয়ারে হামলার ছক কষে এফবিআই-এর জালে বাংলাদেশি যুবক!

আজ শ্রীলঙ্কায় পৌঁছে টুইটে মোদী লেখেন, সুন্দর দ্বীপরাষ্ট্রটিতে এসে  দারুণ লাগছে। এ নিয়ে গত ৪ বছরে তৃতীয়তম সফর। শ্রীলঙ্কার যে কোনও প্রয়োজনে ভারত রয়েছে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।  

.