নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে গিয়ে শনিবার সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির পরির্দশনে যাবেন মোদী। সেখানে পুজো দিয়ে উড়ে যাবেন টুঙ্গিপাড়ায় মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন ওড়াকান্দিতে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের মন্দিরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-TMC-তে কয়েকটা মীরজাফর ছিল মেদিনীপুরে; তাড়িয়ে দিয়েছি, চন্দ্রকোনায় বিস্ফোরক Mamata


মোদীর(Modi) আগমণ উপলক্ষ্যে ঢেলে সাজানো হয়েছে যশোরেশ্বরী কালী মন্দিরকে। জরাজীর্ণ মন্দিরে পড়েছে রঙের পোঁচ। মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় সংবাদমাধ্য়মে বলেন, মোদীকে স্বাগত জানাতে সব ধরনের আয়োজন করা হয়েছে। ভারত ও বাংলাদেশের মানুষদের জন্য উনি প্রার্থনা করবেন আশাকরি।


আরও পড়ুন-রাজনৈতিক কর্মকাণ্ড আটকাতেই পুরোন মামলা খোলা হচ্ছে, Supreme Court-এ মামলা শেখ সুফিয়ানের


মনে করা হয় উপমহাদেশ ছড়িয়ে থাকা ৫১ সতীপীঠের মধ্যে একটি পীঠ হল এই যশোরেশ্বরী মন্দির। ১৬ শতকে তৈরি করা হয় এই মন্দিরটি। বাংলাদেশ যাওয়ার আগে গত বৃহস্পতিবার  প্রধানমন্ত্রী বলেন, যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য় মুখিয়ে রয়েছি। পাশাপাশি তিন এও বলেন, ওড়াকান্দির মতুয়া(Motua) সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলার জন্যও আমি উদগ্রীব।