জাফনায় পৌছে শ্রীলঙ্কার সব মানুষের জন্য সমানুধিকার ও সম্মানের পক্ষে সওয়াল মোদীর

আজ উত্তর শ্রীলঙ্কার একদা যুদ্ধ বিধ্বস্ত জাফনায় পৌছে সে দেশের সব নাগরিকের জন্য সম উন্নয়ন, সম সম্মানের আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাঁর ঐতিহাসিক জাফনা সফরে পরোক্ষেভাবে মোদী এই ভাবেই এলটিটিই এর সঙ্গে সেনাদের যুদ্ধে সে দেশের তামিলদের দুরাবস্থার কথা তুলে ধরলেন।

Updated By: Mar 14, 2015, 08:02 PM IST
জাফনায় পৌছে শ্রীলঙ্কার সব মানুষের জন্য সমানুধিকার ও সম্মানের পক্ষে সওয়াল মোদীর

কলম্বো: আজ উত্তর শ্রীলঙ্কার একদা যুদ্ধ বিধ্বস্ত জাফনায় পৌছে সে দেশের সব নাগরিকের জন্য সম উন্নয়ন, সম সম্মানের আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাঁর ঐতিহাসিক জাফনা সফরে পরোক্ষেভাবে মোদী এই ভাবেই এলটিটিই এর সঙ্গে সেনাদের যুদ্ধে সে দেশের তামিলদের দুরাবস্থার কথা তুলে ধরলেন।

এই প্রথম প্রতিবেশী দ্বীপ রাজ্যের তামিল অধ্যুষিত জাফনায় পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। আজ জাফনার মাটিতে দাঁড়িয়ে মোদী বললেন ''ভুক্তভোগীদের চোখের জল মোছানোর জন্য কেউ এগিয়ে আসায় আমি খুশি।''

আজ, জাফনায় সিভিল ওয়ারের ফলে ২৭,০০০ গৃহহীন পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন মোদী।  

ভারতের সহযোগীতায় শ্রীলঙ্কা সরকার নতুন করে এই বাড়িগুলি গড়ে তুলেছে।

গতকাল, শ্রীলঙ্কায় পৌছে প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী। দু'দেশের এই শীর্ষ নেতাদের সাক্ষাতের সময়ও শ্রীলঙ্কার প্রতিটি মানুষের জন্য সমানুধিকার, ন্যায় বিচার ও শান্তির পক্ষে সওয়াল করেন তিনি।

সে দেশের বসবাসকারী তামিলদের স্বার্থ রক্ষার জন্য দ্রুত ১৩তম অ্যামেন্ডমেন্টের রুপায়ণের দাবি জানিয়েছেন মোদী।

 

.