১৯ বার গান স্যালুট দিয়ে মোদীকে স্বাগত জানাল নেপাল
কাঠমান্ডু: দু' দিনের সফরে নেপালের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কাঠমান্ডু:
দু দিনের নেপাল সফরে কাঠমাণ্ডু পৌছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথা ভেঙে বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে হাজির ছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। ত্রিভূবন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। নেপাল সেনা বাহিনীর তরফে ১৯ বার গান স্যালুট দিয়ে স্বাগত জানান হয় মোদীকে।
দু দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে। সতের বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী নেপাল সফরে গেলেন। দুদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন নেপালের গণপরিষদে। মোদীর এই সফরে যোগাযোগ ব্যবস্থা, জলবিদ্যুত সহ বেশ কয়েকটি ক্ষেত্রে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, জিত বাহাদুরকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ষোল বছর ছেলেকে ফিরে পেয়ে খুবই খুশি পরিবারের সকলে। ১৯৯৮ সালে কাজের খোঁজে দাদার সঙ্গে ভারতে এসে হারিয়ে গিয়েছিল ১০ বছরের জিত বাহাদুর।
এক মহিলার মাধ্যমে জিত পৌছে যায় নরেন্দ্র মোদীর কাছে। হাজারো ব্যস্ততার মধ্যেও জিতের ভরণপোষণের দায়িত্ব নিয়েছিলেন মোদী। মানুষ করার দায়িত্ব নিলেও মোদী খোঁজ করেছিলেন জিতের মা-বাবাকে। নেপালের এক শিল্পপতির মাধ্যমে হঠাত্ জিত বাহাদুরের মা-বাবার খোঁজ পেয়ে যান মোদী। নেপাল সফরে গিয়ে জিতকে তার বাড়িতে ফিরিয়ে দিলেন মোদী।