ভোটে জেতায় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর
ইজরায়েলের সাধারণ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। প্যালেস্তাইন আক্রমণে করায় দেশে বিদেশে তুমুল সমালোচিত নেতানিয়াহুকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, শুভেচ্ছা আমার বন্ধু। গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে দেখা হওয়ার কথা মনে পড়ছে।
ওয়েব ডেস্ক: ইজরায়েলের সাধারণ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। প্যালেস্তাইন আক্রমণে করায় দেশে বিদেশে তুমুল সমালোচিত নেতানিয়াহুকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, শুভেচ্ছা আমার বন্ধু। গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে দেখা হওয়ার কথা মনে পড়ছে।
Congratulations my friend Bibi @netanyahu! Recall our New York meeting last September warmly.
— Narendra Modi (@narendramodi) March 18, 2015
প্রসঙ্গত, ইজরায়েলের সাধারণ নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুয়ের দল লিকুদ পার্টি ১২০টি মোট আসনের মধ্যে ৩০টিতে জয়লাভ করে লিকুদ পার্টি। ইজরায়েলে লিকুদের প্রধান প্রতিপক্ষ জায়োনিস্ট ইউনিয়ন পেয়েছে ২৪টি আসন। সংখ্যাগরিষ্ট দল হিসাবে ফের ক্ষমতায় আসে বেঞ্জামিন নেতানিয়াহুয়ের দল। যদিও দেশের সংবাদমাধ্যমের সমীক্ষায় বলা হয়েছিল বড় হার হতে চলেছে বেঞ্জামিন নেতানিয়াহুয়ের দলের। কিন্তু শেষ অবধি বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করলেন বেঞ্জামিন নেতানিয়াহু।
ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “আমাদের এই জয়ের কৃতিত্ব দেশের সবার। আগামী দিনে দেশের স্বার্থেই আমরা আরও বেশী করে কাজ করব।”