নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর সামনেই। এ মাসের শেষের দিকে মোদী বাংলাদেশ যাচ্ছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোদীর ঢাকা-সফর আসন্ন। কোভিড-পর্বের (Covid-19) পরে প্রায় ১ বছর পেরিয়ে এটাই হতে চলেছে প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) প্রথম বিদেশ সফর। বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী (Bangladesh's 50th Independence Day celebration) উপলক্ষে মোদীর এই সফর।


আরও পড়ুন: গণতন্ত্রের লড়াইয়ে অন্যকে বাঁচাতে সেনা-পুলিসের গুলিতে নিহত ১৯-র এঞ্জেল


ভারতের বিদেশমন্ত্রী (External Affairs Minister/EAM) এস জয়শঙ্কর (S Jaishankar) এই সূত্রেই ঢাকা সফর সেরে এলেন। তখনই মোদীর সফর চূড়ান্ত হল। বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার কথা বলেন এস জয়শঙ্কর। সেই বৈঠকে দু'দেশের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের তরফে কিছু অভিযোগও ওঠে। সেই সবের উত্তর দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, দুই পক্ষেরই অভীষ্ট হওয়া উচিত অপরাধবিহীন সীমান্ত। এমন একটা পরিবেশ, যেখানে কোনও হত্যাকাণ্ড ঘটবে না। তাঁর বিশ্বাস, দুই পক্ষই বসে এই সমস্যার সমাধান করতে পারবে।


প্রসঙ্গত, মোদীর শেষ বিদেশ সফর (visiting abroad) ছিল ২০১৯ সালের নভেম্বরে Brazil। কোভিড-পর্বের জেরে এর পর আর কোনও সফরে যাওয়া হয়ে ওঠেনি মোদীর।


আরও পড়ুন: আমেরিকায় এখন ভারতীয়দেরই আধিপত্য, বাইডেন