বাংলাদেশে সন্ত্রাসের বলি ৬

বিএনপির ডাকা তিন দিনের হরতালের প্রধম দিনেই বাংলাদেশে সন্ত্রাসের বলি হলেন ৬ জন। দেশের বিভিন্ন অংশ রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে। নিহতদের মধ্যে ৩ জন যুবলীগ কর্মী ও ২ জন বিএনপি কর্মী রয়েছেন। বোমাবাজি হয়েছে নির্বাচন কমিশন, সংসদ ভবন ও বিএনপি কার্যালয় এলাকায়। বনধ সমর্থকরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেয়।

Updated By: Oct 27, 2013, 09:54 PM IST

বিএনপির ডাকা তিন দিনের হরতালের প্রধম দিনেই বাংলাদেশে সন্ত্রাসের বলি হলেন ৬ জন। দেশের বিভিন্ন অংশ রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে। নিহতদের মধ্যে ৩ জন যুবলীগ কর্মী ও ২ জন বিএনপি কর্মী রয়েছেন। বোমাবাজি হয়েছে নির্বাচন কমিশন, সংসদ ভবন ও বিএনপি কার্যালয় এলাকায়। বনধ সমর্থকরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
আটকে দেওয়া হয় বাস। হরতালের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল রাজধানী ঢাকায়। সকাল থেকেই ঢাকার রাজপথ ছিল ফাঁকা। কোনও দূরপাল্লার বাস চলেনি। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তরফে অনুরোধ হলেও বনধ কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতৃত্ব।
দেশের বিভিন্ন অংশে সংঘর্ষ ও বোমাবাজি চলছে বলে খবর পাওয়া গিয়েছে। চিটাগাঁও, রাজশাহী, নাটোরে ও বগরা থেকে সন্ত্রাসের খবর পাওয়া গিয়ছে।

.