Kabul Blast: আফগান প্রতিরক্ষা মন্ত্রীর বাড়ির কাছেই বিস্ফোরণ, আতঙ্ক

কোনও জঙ্গি গোষ্ঠীই এর দায় স্বীকার করেনি।

Updated By: Aug 3, 2021, 10:55 PM IST
 Kabul Blast: আফগান প্রতিরক্ষা মন্ত্রীর বাড়ির কাছেই বিস্ফোরণ, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদন: কাবুলে ঘটল এক বড় আকারের বোমা বিস্ফোরণের ঘটনা। চলল গুলিও। 

আফগানিস্তানে (Afghanistan) ফাটল গাড়ি-বোমা। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী Bismillah Khan Mohammadi-র বাড়ি থেকে মাত্র কয়েক মিটারের মধ্যেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, কয়েকজন বন্দুকধারীকে Mohammadi-র বাড়িতেও ঢুকতে নাকি দেখা গিয়েছে।

আরও পড়ুন: Challenge to China: এবার দক্ষিণ চিন সাগরে রণতরী মোতায়েন ভারতের

প্রতিরক্ষা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বিস্ফোরণের পাশাপাশি সেখানে গুলির শব্দও শোনা যায় বলে মত প্রত্যক্ষদর্শীর। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি মূলত সরকারি ভবন অধ্যুষিত অঞ্চল। রয়েছে প্রেসিডেন্টের প্রাসাদভবন, বেশ কয়েকটি দূতাবাস, আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস-কাছারি।

কোনও সন্ত্রাসবাদী দলই (terrorist group) এখনও পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Galwan Clashes: সেনা-অবস্থান নিয়ে মতৈক্যের পরেই ভিডিয়ো প্রকাশ চিনের

.