গাঁজা খেয়ে, নেচে, পার্টি করলেন প্রেসিডেন্ট কন্যা!

ইন্টারনেটে ভাইরাল প্রেসিডেন্ট কন্যা। বন্ধুদের সঙ্গে মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই গাঁজা খেয়ে, নেচে দেদার পার্টি করলেন প্রেসিডেন্ট ওবামার বড় মেয়ে মালিয়া ওবামা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল।

Updated By: Aug 12, 2016, 06:57 PM IST
গাঁজা খেয়ে, নেচে, পার্টি করলেন প্রেসিডেন্ট কন্যা!

ওয়েব ডেস্ক : ইন্টারনেটে ভাইরাল প্রেসিডেন্ট কন্যা। বন্ধুদের সঙ্গে মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই গাঁজা খেয়ে, নেচে দেদার পার্টি করলেন প্রেসিডেন্ট ওবামার বড় মেয়ে মালিয়া ওবামা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, ধূমপান করছেন মালিয়া। পরে জানা যায়, মালিয়া সেইসময় গাঁজার নেশায় বুঁদ ছিলেন। বন্ধুদের সঙ্গে লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন ওবামা কন্যা। সেখানে গিয়েই বন্ধুদের সঙ্গে জমে ওঠে আসর। চলে হুল্লোড়। টুইটারে এ ছবি ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে। সমালোচনা-পাল্টা সমালোচনায় সরগরম হয়ে ওঠে টুইটার। অনেকে এর নিন্দা করলেও, অনেকেই আবার এর মধ্যে দোষের কিছু দেখতে পাননি। দেখুন সেই ভিডিও,

কয়েকদিন আগেই আবার খবর হয়েছিল, রেস্তরাঁয় 'কাজ' করেছে প্রেসিডেন্ট কন্যা!

.