পুলওয়ামা হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে পাক হাইকমিশনের সামনে প্রবল বিক্ষোভ অনাবাসী ভারতীয়দের
পুলওয়ামা হামলার নিন্দা করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও। তারা ওই হামলাকে কাপুরুষোচিত ও জঘন্য বলে বর্ণনা করেছে
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলার আঁচ গিয়ে পড়ল মার্কিন মুলুকেও। শুক্রবার নিউ ইয়র্কে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখালেন সেখানে বসবাসকারী অনাবাসী ভারতীয়রা।
আরও পড়ুন-কথা মতো সেনা কল্যাণ তহবিলে এত টাকা দান অভিষেকের, দেখে নিন সেই চেক
এদিন, পাক হাইকমিশনের সমানে অনাবাসী ভারতীয়রা পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিতে শুরু করেন। তাদের হাতে ছিল পাকিস্তান বিরোধী পোস্টার। সেখানে লেখা ছিল, পাকিস্তান-একটি জঙ্গি রাষ্ট্র, পাকিস্তান-নিজের দেশের উন্নিত করো জঙ্গিদের নয়।
United States: Indians in New York protest outside the Pakistan Consulate against #Pulwama terrorist attack pic.twitter.com/4eQO9PSY1X
— ANI (@ANI) February 23, 2019
#WATCH Members of Indian community protested outside the Pakistan consulate in New York,US on 22 February, against #PulwamaTerrorAttack. pic.twitter.com/sXJCDA6jXF
— ANI (@ANI) February 23, 2019
এদিকে, নিউ ইয়র্কের পাশাপাশি নিউ জার্সিতেও বিক্ষোভ দেখান ভারতীয়রা। এদের মধ্যে ছিল বেশ কয়েকটি ভারতীয় সংগঠনও। পুলওয়ামা হামলার প্রতিবাদে একটি মোমবাতি মিছিল নিয়ে তাঁরা রয্যাল অ্যালবার্ট প্যালেস পর্যন্ত যান। এছাড়াও দেশের ভিভিন্ন অংশেও পুলওয়ামা হামলার প্রতিবাদে মিছিল হয়।
আরও পড়ুন-ভাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দফতরের দখল নিল পাক সরকার
অন্যদিকে, পুলওয়ামা হামলার নিন্দা করেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদও। তারা ওই হামলাকে কাপুরুষোচিত ও জঘন্য বলে বর্ণনা করেছে। পাশাপাশি শুক্রবার এনিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন এই হামলার ফলে ভারত-পাক উত্তেজনা এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এ জিনিস এক্ষুনি নিরসন হওয়া প্রয়োজন।