চাঁদ দেখার রেকর্ড

শনিবার রাতে মেক্সিকোর আকাশের চাঁদ ধরা দিল দেশের বিভিন্ন প্রান্তে উপস্থিত ২ হাজার ৭০০ জনের টেলিস্কোপে। মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট অফ সায়েন্সের উদ্যোগ।

Updated By: Dec 5, 2011, 10:33 PM IST

মেক্সিকোই ভাঙল মেক্সিকোর রেকর্ড। কীসের রেকর্ড? চাঁদ দেখার রেকর্ড।
শনিবার রাতে মেক্সিকোর আকাশের চাঁদ ধরা দিল দেশের বিভিন্ন প্রান্তে উপস্থিত ২ হাজার ৭০০ জনের টেলিস্কোপে। মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট অফ সায়েন্সের উদ্যোগ। তাঁদের তরফ থেকেই দেশবাসীর কাছে অনুরোধ ছিল, নিজেদের টেলিস্কোপ নিয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চলে আসার। সেই আবেদনে সাড়া দিলেন মেক্সিকোর ২ হাজার ৭০০জন বাসিন্দা। রাতের আকাশে এক সঙ্গে চাঁদ দেখলেন তাঁরা।
আর ইন্দুদর্শনের সঙ্গে সঙ্গেই মেক্সিকোর মুকুটে উঠল গিনিস রেকর্ডের নয়া পালকটি। চন্দ্র দর্শনের জন্য গোটা পৃথিবীতে আর কোথাও নাকি এতো মানুষ একসঙ্গে আগে জড়ো হননি। গিনিসে আগের রেকর্ড বলছে, দুহাজার নয় সালে ১ হাজার ৪২ জন এক সঙ্গে শেষবার হাজির হন চাঁদ দেখতে। সেই রেকর্ডও মেক্সিকোর দখলে। দুবছর পর, দর্শক সংখ্যা দ্বিগুনেরও বেশি করে ফের নতুন রেকর্ড।
উদ্যোগক্তারা বলছেন, এই ইভেন্টের মাধ্যমে বিজ্ঞানে আরও বেশি করে আকর্ষণ বাড়বে মেক্সিকানদের। সে জন্যই এমন আয়োজন।

.