রেমব্রার ৪০৭ তম জন্মদিনে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ্য
বিখ্যাত ডাচ চিত্রশিল্পী রেমব্রা ভ্যান রিনের ৪০৭তম জন্মদিন গুগল তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ্য জানাল। আজ গুগল ডুডলে রেমব্রার একটি প্রতিকৃতির পিছনে গুগল শব্দটি লুকিয়ে আছে।
বিখ্যাত ডাচ চিত্রশিল্পী রেমব্রা ভ্যান রিনের ৪০৭তম জন্মদিন গুগল তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ্য জানাল। আজ গুগল ডুডলে রেমব্রার একটি প্রতিকৃতির পিছনে গুগল শব্দটি লুকিয়ে আছে।
১৬০৬-এর ১৫ জুলাই নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই চিত্রশিল্পী। প্রতিকৃতি এঁকে নিজের কর্মজীবন শুরু করলেও বাইবেলের বিভিন্ন ঘটনার চিত্ররূপ দিয়ে তিনি বিখ্যাত হন। তিনি নিজেরও বহু প্রতিকৃতি এঁকেছিলেন। ছবিতে রংয়ের ব্যবহার, অনন্য টেকনিক, বাস্তব ছোঁয়া অঙ্কন শৈলী তাঁকে কালজয়ী করেছে। ইউরোপের শিল্প ইতিহাস তাই রেমব্রাকে ছাড়া অসম্পূর্ণ।
১৬৬৯-এর ৪ অক্টোবর আমস্টারডামে ৬৩ বছর বয়সে রেমব্রার মৃত্যু হয়।