দুর্ঘটনার ১৭ বছর পর ৩৬ ঘণ্টার অস্ত্রপচারে নতুন মুখ পেলেন নরিস
রিচার্ড লি নরিস। আজ থেকে ১৭ বছর আগে তাঁর জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার। ১৯৯৭ সালে হঠাত্ই গুলি লেগে বিকৃত হয়ে যায় তাঁর মুখ। মাত্র ২২ বছর বয়সেই আশা ফুরিয়ে যায় সুস্থ ভাবে বেঁচে থাকার। এই সময় বোধহয় একমাত্র সহায় হতে পারে বিশ্বাস।
দুর্ঘটনার পর চেহারা এতটাই বিকৃত হয়ে যায় যে অস্ত্রপচার করে নতুন জিভ, চোয়াল, দাঁত প্রতিস্থাপন না করলে ফেরানো যেত না পুরনো চেহারা। সেখানেও বাঁচার সম্ভাবনা ছিল মাত্র ৫০ শতাংশ। তারপর থেকে বিকৃত মুখ নিয়ে পরিজনদের প্রশ্ন, সমবেদনার মাঝেই কেটে গিয়েছে ১৭ বছর। অবশেষে ৩৯ বছর বয়সে তাঁর জীবনে আলো নিয়ে এলেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টারের চিকিত্সক ইউডুরাডো রডরিগেজ।
টানা ৩৬ ঘণ্টার অস্ত্রপচারের পর নতুন চেহারা পেলেন নরিস। জি কিউ ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পেয়েছেন নরিস। বলেছেন, "এক বিন্দু আশা থেকেই আশার সমুদ্র তৈরি হয়, আর এক বালতি বিশ্বাস গোটা পৃথবী গড়ে দিতে পারে।" আর অস্ত্রপচারের পর রডরিগেজ বললেন, "নরিস কখনও নিজেকে নিয়ে এতকিছু ভাবতেই পারেননি। যুদ্ধক্ষেত্রে আহতদের সাহায্য করতে, আশা জোগানোর মধ্যে দিয়েই বাঁচছিলেন তিনি।"