Robot opponent Breaks Chess player`s Finger: দাবা টুর্নামেন্ট চলছিল, খুদে প্রতিযোগী চাল দিতেই তার আঙুল ভেঙে দিল প্রতিদ্বন্দ্বী রোবট
এবার কি রোবট নিষিদ্ধ হবে রাশিয়ার দাবা টুর্নামেন্টগুলিতে? মস্কো চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সের্গেই সামাগিন বলেন, দাবা থেকে রোবট প্রত্যাহার করার কোনও প্রশ্নই নেই। বরং নিরাপত্তার দিকটি আরও উন্নত করা হবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মস্কোয় চলছিল দাবা টুর্নামেন্ট। এক ৭ বছরের ছেলের সঙ্গে খেলছিল এক রোবট প্রতিযোগী। আচমকাই মারাত্মক কাণ্ড করে বসল ওই রোবট। এনিয়ে তোলপাড় রাশিয়া।
মস্কো চেস ফেডারেশনের কর্তা সেরগেই লাজারেভ সংবাদসংস্থা তাস-কে জানিয়েছেন, গত সপ্তাহে ওই প্রতিযোগিতা চলছিল। সেখানে একটি ছেলের সঙ্গে খেলছিল একটি রোবট। ওই ছেলেটি চাল দিতেই তার আঙুল চেপে ধরে রোবট। সেই চাপেই ভেঙে যায় বালকের আঙুল। চার জন ছুটে এসে কোনওক্রমে রোবটের হাত থেকে ছাড়ায় বালকের হাত। রোবটের ওই কাণ্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
কেন এমন হল? মস্কো চেস ফেডারেশনের তরফে বলা হয়েছে, ওই রোবটটি আগেও অনেক টুর্নামেন্ট খেলেছে। কোনও সমস্যা হয়নি। তবে ঘটনার দিন, ওই ছেলেটি একটি চাল দিয়েছিল। কিন্তু পাল্টা চাল দিতে রোবটটিকে একটু সময়ে দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু তা না করেই আরও একটি চাল দেওয়ার জন্য হাত বাড়ায় ছেলেটি। তখনই ঘটে যায় ওই ঘটনা।
এবার কি রোবট নিষিদ্ধ হবে রাশিয়ার দাবা টুর্নামেন্টগুলিতে? মস্কো চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সের্গেই সামাগিন বলেন, দাবা থেকে রোবট প্রত্যাহার করার কোনও প্রশ্নই নেই। বরং নিরাপত্তার দিকটি আরও উন্নত করা হবে। শেষপর্যন্ত টুর্নামেন্টে শেষ করতে পেরেছে ওই খুদে।
আরও পড়ুন-পার্থর গ্রেফতারি পারিবারিক ধাক্কা, মেয়ের কাছে মুখ দেখাতে পারছি না: বাপ্পাদিত্য