ব্রিটিশ রাজপুত্রের খ্রিস্টিয় মতে নামকরণ

বাকিংহাম প্যালেসে নয়। প্রথা ভেঙে ব্রিটিশ নতুন রাজপুত্র জর্জের খ্রিস্টিয় মতে নামকরণের অনুষ্ঠান হল সেন্ট জেমস প্যালেসে। বর্তমান রাণী দ্বিতীয় এলিজাবেথের পর এ থেকেই রাজ পরিবারের গণ্যমান্য সব সদস্যেরই নামকরণের অনুষ্ঠান হয়ে আসছে বাকিংহাম প্যালেসেই। এবার সেই প্রথা ভাঙল রাজপুত্র উইলিয়ামসের ছেলের হাত ধরে।১৯২৬-র পয়লা জুন। বাকিংহাম প্যালেসের একটি প্রাইভেট চ্যাপেলে ডিউক আর ডাচেস অব ইয়র্কের সঙ্গে মেফেয়ারের বাড়ি থেকে খ্রিস্টিয় মতে নামকরণের জন্য এসেছিলেন ছোট্ট এলিজাবেথ। পরবর্তীতে তিনিই দ্বিতীয় এলিজাবেথ হিসেবে বসেছিলেন ব্রিটিশ সিংহাসনে।  

Updated By: Oct 20, 2013, 06:53 PM IST

বাকিংহাম প্যালেসে নয়। প্রথা ভেঙে ব্রিটিশ নতুন রাজপুত্র জর্জের খ্রিস্টিয় মতে নামকরণের অনুষ্ঠান হল সেন্ট জেমস প্যালেসে। বর্তমান রাণী দ্বিতীয় এলিজাবেথের পর এ থেকেই রাজ পরিবারের গণ্যমান্য সব সদস্যেরই নামকরণের অনুষ্ঠান হয়ে আসছে বাকিংহাম প্যালেসেই। এবার সেই প্রথা ভাঙল রাজপুত্র উইলিয়ামসের ছেলের হাত ধরে।১৯২৬-র পয়লা জুন। বাকিংহাম প্যালেসের একটি প্রাইভেট চ্যাপেলে ডিউক আর ডাচেস অব ইয়র্কের সঙ্গে মেফেয়ারের বাড়ি থেকে খ্রিস্টিয় মতে নামকরণের জন্য এসেছিলেন ছোট্ট এলিজাবেথ। পরবর্তীতে তিনিই দ্বিতীয় এলিজাবেথ হিসেবে বসেছিলেন ব্রিটিশ সিংহাসনে।
 
তারপর থেকে সেই ধারাই জারি ছিল। এলিজাবেথের ছেলে রাজপুত্র চার্লসেরও নামকরণের অনুষ্ঠান হয়েছিল বাকিংহামেরই একটি মিউজিক রুমে। প্রথার বজায় রেখেছিলেন যুবরাজ চার্লস এবং যুবরাণী ডায়নাও। ১৯৮২-র চৌঠা অগাষ্ট বাকিংহামের এক মিউজিক রুমেই ছেলে রাজপুত্র উইলিয়ামসের নামকরণের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন চার্লস ও ডায়না।
 
তবে এবারে প্রায় ১০০ বছর ধরে চলে আসা সেই প্রথাই ভাঙলেন রাজপুত্র উলিয়ামসের ছেলের হাত ধরে। ব্রিটিশ সিংহাসনের দাবিদারদের তালিকায় তিন নম্বরে থাকা নতুন রাজপুত্র জর্জের নামকরণের অনুষ্ঠানটি হল না বাকিংহাম প্যালেসে। গত তেইশে অক্টোবর সেন্ট জেমস প্যালেসে ৪৫ মিনিট ধরে চলল নতুন রাজপুত্রের নামকরণের অনুষ্ঠান। রাজবংশের বাছাই করা অতিথিদের নিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েবলি।

.