ইউক্রেন বিতর্কের মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার
ইউক্রেন বিতর্কের মধ্যেই উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া। রবিবার ভারতীয় সময় রাত ১১.৪০ মিনিটে ক্যাস্পিয়ন সাগর তিরে কাপুস্তিন ইয়ার পরীক্ষাকেন্দ্র থেকে ছোঁড়া হয় টোপোল আরএস টুয়েল্ভ এম মিসাইল। সেটি আছড়ে পড়ে কাজাখাস্তানের সারি শাগান অঞ্চলে। রুশ প্রতিরক্ষামন্ত্রকের দাবি, পরীক্ষা সফল। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, গন্তব্যে পৌছেছে পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র টোপোল এম।
ইউক্রেন বিতর্কের মধ্যেই উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া। রবিবার ভারতীয় সময় রাত ১১.৪০ মিনিটে ক্যাস্পিয়ন সাগর তিরে কাপুস্তিন ইয়ার পরীক্ষাকেন্দ্র থেকে ছোঁড়া হয় টোপোল আরএস টুয়েল্ভ এম মিসাইল। সেটি আছড়ে পড়ে কাজাখাস্তানের সারি শাগান অঞ্চলে। রুশ প্রতিরক্ষামন্ত্রকের দাবি, পরীক্ষা সফল। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, গন্তব্যে পৌছেছে পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র টোপোল এম।
আমেরিকা জানিয়েছে, দ্বিপাক্ষিক অস্ত্র চুক্তি মেনে মস্কো তাদের আগেই এই পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে বার্তা দিয়েছিল। এদিকে ইউক্রেনের সেনা ঘাঁটি ঘিরে রেখেছে রুশ সেনাবাহিনী। সেভাস্তোপোল বন্দরেও ইউক্রেনের দুটি রণতরী আটক করেছে রুশ নৌবাহিনী। যদিও ইউক্রেনে রুশ সেনাবাহিনীর উপস্থিতি র কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তাঁর দাবি, সেগুলি মস্কোর অনুগত আত্মরক্ষা বাহিনী। ইউক্রেন নিয়ে মস্কোর সঙ্গে কথা বলতে উদ্যোগী হয়েছে ন্যাটো। ন্যাটোর মহাসচিব অ্যান্ডার ফগ রাসমুসেন জানিয়েছেন, সম্ভবত কাল এই বৈঠক হবে।