Russia-Ukraine War: যুদ্ধ-পরিস্থিতি বিবেচনা করে ইউক্রেন থেকে পোল্যান্ডে সরে গেল ভারতীয় দূতাবাস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধের প্রেক্ষিতে ভারতের নিরাপত্তা সংক্রান্ত এক আলোচনায় অংশ নিয়েছিলেন। সেখানে ভারতীয় সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনে রুশ সামরিক অভিযান ১৩ মার্চ ১৮তম দিনে পড়ল। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলা অব্যাহত। কিয়েভে সর্বাত্মক রুশ হামলার আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষিতে ইউক্রেন থেকে সাময়িক ভাবে পোল্যান্ডে সরে গেল ভারতীয় দূতাবাস।
ইউক্রেনে যুদ্ধ-পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল। নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। সেই অশান্ত ও নিরাপত্তাহীন আবহে কাজ করা অসুবিধা হচ্ছে বিবেচনা করে সাময়িক পোল্যান্ডে সরে গেল ভারতীয় দূতাবাস। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারস এই কথা জানিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংক্রান্ত এক মিটিং করেছেন। সেই মিটিংয়ে ভারতীয় সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সেই মিটিংয়ে খারকিভ ও কিয়েভের খোঁজখবর নেন। 'অপারেশ গঙ্গা' সংক্রান্ত খোঁজখবরও নেন।