নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৯ মে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে মনে করছেন মার্কিন ও পশ্চিমি কর্মকর্তারা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া হামলাকে এখন পর্যন্ত 'বিশেষ সামরিক অভিযান' বলে আসছে মস্কো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল জয়ের চেষ্টা করছে রাশিয়া। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হলে এ প্রচেষ্টায় দেশটি নিজেদের রিজার্ভ বাহিনীকে পুরোপুরি যুদ্ধে নামাবার সুযোগ পাবে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে ৯ মে 'বিজয় দিবস' পালন করে থাকে রাশিয়া। পশ্চিমি কর্মকর্তারা মনে করছেন, পুতিন দিনটির প্রতীকী তাৎপর্য কাজে লাগাবেন। তারই অংশ হিসেবে এদিন তিনি হয়তো ইউক্রেনে সামরিক অর্জন অথবা বড় ধরনের সংঘাতের কথা ঘোষণা করবেন।


যুদ্ধের আনুষ্ঠানিক এই ঘোষণা রুশ নাগরিকদের আরও উত্তেজিত করবে সন্দেহ নেই। পশ্চিমি কর্মকর্তারা বলছেন, ক্রমবর্ধমান লোকবলসঙ্কটের কারণে এটা রাশিয়ার খুবই প্রয়োজন। প্রায় দু'মাস আগে আগ্রাসন শুরুর পর ইউক্রেনে কমপক্ষে ১০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে খবর।


আরও পড়ুন: Alive In Morgue: মর্গে নিয়ে যাওয়ার পরে দেখা গেল 'মৃত' আসলে জীবিত!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)